MI vs PBKS Live: ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব, লাইভ আপডেট

IPL 2025 Live: ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব। ১৯ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে উঠে গেল। নিশ্চিত হয়ে গেল, প্রথম দুইয়ে থাকবেনই শ্রেয়স আইয়াররা।

ABP Ananda Last Updated: 26 May 2025 11:25 PM

প্রেক্ষাপট

জয়পুর: প্লে অফ আর মাত্র ২ দিন পরেই। এখনও কোয়ালিফায়ার ১ এ কোন দুটো দল খেলতে তা নিশ্চিত নয়। আইপিএলের ইতিহাসে এমন পরিস্থিতি এর আগে শেষ কবে হয়েছে , মনে...More

IPL Live Score: ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব

প্রিয়াংশ আর্য ও জস ইংলিস। দুজনই করলেন হাফসেঞ্চুরি। দুজনের ব্যাটের চাবুকে জব্দ মুম্বইয়ের বোলিং। ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব। ১৯ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে উঠে গেল। নিশ্চিত হয়ে গেল, প্রথম দুইয়ে থাকবেনই শ্রেয়স আইয়াররা।