MI vs LSG Live: ধারাবাহিকতার অপর নাম মুম্বই ইন্ডিয়ান্স, ৫৪ রানে লখনউকে হারিয়ে পাঁচে পাঁচ করল পল্টনরা

Mumbai Indians vs Lucknow Super Giants: আপাতত লিগ তালিকায় পাঁচে মুম্বই ইন্ডিয়ান্স ও ছয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

ABP Ananda Last Updated: 27 Apr 2025 07:46 PM

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলের (IPL 2025) মাঝপথ পেরিয়ে গিয়েছে। জমে উঠেছে প্লে-অফের লড়াই। এই পরিস্থিতিতে ধারাবাহিকতা ও ফর্ম, সবথেকে গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে 'সুপার সানডে'-তে প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স...More

MI vs LSG Live Updates: দুরন্ত জয়

অবশেষে অল আউটই হয়ে গেল লখনউ। ১৬১ রানে শেষ হল তাদের ইনিংস। ৫৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল পল্টনরা। এই নিয়ে টানা পাঁচ জয় পেল তারা।