PBKS vs DC Live: আচমকা আলো নিভিয়ে বন্ধ আইপিএলের ম্যাচ, ক্রিকেটার ও সমর্থকদের বার করে মাঠ খালি করা হচ্ছে

IPL 2025: বর্তমানে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিনে পঞ্জাব আর ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লি ক্যাপিটালস। এই পরিস্থিতিতেই আজ ধর্মশালায় দৃষ্টিনন্দন এইচপিসিএ স্টেডিয়ামে দুই দল একে অপরের বিরুদ্ধে নামছে।

ABP Ananda Last Updated: 08 May 2025 11:12 PM

প্রেক্ষাপট

ধর্মশালা: এ বারের আইপিএল (IPL 2025) মরশুমের শুরুটা দুরন্তভাবে করেছিল দিল্লি ক্যাপিটালস। শুরুর চার ম্যাচেই জয় পেয়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে পরবর্তী সাত ম্যাচে মাত্র দুই জয় দিল্লিকে বেশ বিপাকে ফেলে...More

IPL 2025 Live: আইপিএলের তরফে জানানো হয়, ম্যাচ বাতিল

আইপিএলের তরফে জানানো হয়, ম্যাচ বাতিল। কোনও ফলাফল হয়নি। যদিও কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। তবে ভারতের বিভিন্ন জায়গায় পাক হানার চেষ্টা ও ভারতের প্রত্যাঘাতের আবহে ফ্লাডলাইট জ্বালিয়ে আইপিএল ম্যাচ করার ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় সরকার।