চণ্ডীগড়: আইপিএলে (IPL 2025) ২২ গজের মহারণে আজ লিগ তালিকার পাঁচ বনাম ছয়ের লড়াই। মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস (Punjab Kings vs Kolkata Knight Riders)। এক দল জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে, প্রথমবার নাগাড়ে দুই ম্যাচ জিততে আগ্রহী কেকেআর। অপরদিকে, গত ম্যাচে পরাজয়ের পর পঞ্জাব কিংসের লক্ষ্য জয়ে ফেরা।
এক নজরে আজকের ম্যাচের সম্প্রচার সম্পর্কিত না না খুঁটিনাটি।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস।
কোথায় খেলা হবে কেকেআর বনাম পঞ্জাব কিংসেপ আইপিএলের ম্যাচটি?
কেকেআর বনাম পঞ্জাব কিংসে আজকের ম্যাচটি আয়োজিত হবে মহারাজা যুদ্ধবীর সিংহ আর্ন্তজাতিক স্টেডিয়ামে হিসাবে পরিচিত ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে।
কখন শুরু হবে কেকেআর বনাম পঞ্জাব কিংসেের আইপিএলের ম্যাচটি?
আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।
কোথায় দেখবেন কেকেআর বনাম পঞ্জাব কিংসে ম্যাচ?
কেকেআর বনাম পঞ্জাব কিংসে ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
হেড-টু-হেড
পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর পরিসংখ্যানের দিক থেকে বেশ খানিকটা এগিয়ে। ৩৩টি ম্যাচে কেকেআর যেখানে ২১টি ম্যাচ জিতেছে, সেখানে পঞ্জাবের জয়ের সংখ্যা ১২।
পিচ রিপোর্ট
মুল্লানপুরের নতুন মাঠের পিচে ব্যাটার এবং বোলার, দুইজনের জন্যই মোটমুটি মদত রয়েছে। তুলনামূলক খানিকটা বড় বাউন্ডারি এই মাঠে প্লেসমেন্টের গুরুত্ব বাড়িয়ে তোলে। ব্যাটাররা মোটামুটি রান করতে খুব একটা অসুবিধায় পড়েন না। তবে বোলাররাও ঠিকঠাক জায়গায় বল রাখলে কিছু সাহায্য পেয়ে থাকেন। ধারাবাহিকভাবে গুড লেংথে বল রাখাটা এই মাঠে সাফল্য এনে দেয়। তাই মোটের ওপর বলা বাহুল্য যে বুদ্ধিদীপ্ত বোলার এবং পরিস্থিতি মেপে, বুঝে বড় শট খেলা ব্যাটার, দুইজনেই কিন্তু এই মাঠে খেলা বেশ উপভোগ করবে।
পরিবেশ
আজকের এই ম্যাচের সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিস্কারই থাকার পূর্বাভাস রয়েছে। শুরুর দিকে মাঝ ৩০-র মধ্যে তাপমাত্রা থাকলেও রাতের দিকে তা কমে আসবে।