বেঙ্গালুরু: আরসিবি বনাম সিএসকের (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings) ম্যাচ মানেই বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিংহ ধোনির দ্বৈরথ। ভারতীয় ক্রিকেটের দুই মহারথীর লড়াইয়ে কে জয়ের হাসি হাসবে, সেই নিয়ে বরাবরই বাড়তি আগ্রহে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন সকলে। এবারের ম্যাচেও তেমনটাই হয়েছিল। শনিবার, ৪০ ওভারের লড়াইয়ের পর দর্শকরা যে দারুণ এক পয়সা উশুল ম্য়াচ দেখলেন, তা কিন্তু বলাই বাহুল্য।
হাড্ডাহাড্ডি ম্যাচে একবার সিএসকের দিকে জয়ের পাল্লা ভারি হয়েছিল, তো কখনও আবার আরসিবি ম্যাচে এগিয়ে গিয়েছিল। একেবারে শেষ বল অবধি ম্যাচ কে জিতবে, তা বোঝা যাচ্ছিল না। তবে শেষমেশ সিএসকেকে হারতে হল। দুই রানে ম্যাচ জিতে নিল আরসিবি। এই প্রথমবার এক মরশুমে দুই ম্যাচই জিতল আরসিবি। এই নিয়ে এবারের আইপিএলে (IPL 2025) আট ম্যাচ জিতে গেল আরসিবি। সাধারণত আট জয় প্লে-অফের জন্য যথেষ্ট হয়। গত মরশুমে তো আরসিবি সাত ম্যাচ জিতেও প্লে-অফে পৌঁছেছিল। তবে এখনও খাতায় কলমে আরসিবির প্লে-অফ নিশ্চিত নয়।
তবে খুব হেরফের না হলে তারা প্লে-অফে পৌঁছবে। আপাতত কিন্তু প্রথম দল হিসাবে আট ম্যাচ জিতে একেবারে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল রজত পাতিদারদের দল। মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স সাত ম্যাচ করে জিতে নেট রান রেটের পার্থক্যের কারণে যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে। পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস, দুই দলই ছয় ম্যাচ জিতে একই কারণে যথাক্রমে চার ও পাঁচে। ষষ্ঠ স্থানে লখনউ সুপার জায়ান্টস। চার জয় ও একটি অমীমাংসিত ম্যাচে নয় পয়েন্টের সুবাদে সপ্তম স্থানে রয়েছে কেকেআর।
রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস কিন্তু ইতিমধ্যেই এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থানের পর নয় নম্বরে থাকলেও তাঁদের অবশ্য এখনও খাতায় কলমে অন্তত প্লে-অফে পৌঁছনোর আশা রয়েছে। তবে এখনও সাত দল প্লে-অফের দৌড়ে ভালভাবেই রয়েছে। তাই প্রথম চারে শেষমেশ কারা জায়গা করে নেয়, সেই লড়াই কিন্তু বেশ মজাদার হতে চলেছে।