চণ্ডীগড়: আজ আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। আইপিএলে পয়েন্ট টেবিলে একটি দল এই মুহূর্তে শীর্ষে রয়েছে। অন্য় দলটি দশ দলের মধ্যে নবম স্থানে রয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নতুন মরশুমে দুটো ম্য়াচ খেলতে নেমে দুটো ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব শিবির। রাজস্থান রিয়ান পরাগের নেতৃত্বে প্রথম তিনটি ম্য়াচে খেলতে নেমেছিল। দুটো ম্য়াচে হারলেও একটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান শিবির।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস
কোথায় খেলা হবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের আইপিএলের ম্যাচটি?
পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের আজকের ম্যাচটি পাঞ্জাব কিংসের হােমগ্রাউন্ড চণ্ডীগড়ের মহারাজা ইদাভিন্দ্রা সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
কখন শুরু হবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের আইপিএলের ম্যাচটি?
আজ শনিবার, ৫ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।
কোথায় দেখবেন পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস ম্যাচটি?
পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে মুখোমুখি মহারণে এগিয়ে কিন্তু রাজস্থান রয়্যালসই। অর্থাৎ আজ ঘরের মাঠ পাঞ্জাবের হলেও ইতিহাস কিন্তু রাজস্থানের পক্ষেই কথা বলছে। এখনও পর্যন্ত ২৮টি মহারণের মধ্যে ১৬ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ১২বার জিতেছে পাঞ্জাব কিংস। এরমধ্যে ২০২০ সাল থেকে ৯টি ম্যাচের মধ্যে ৬টি ম্য়াচে রাজস্থানই জয় ছিনিয়ে নিয়েছে।
এবার যদিও পাঞ্জাব শিবির অনেক বেশি বিধ্বংসী মনে হচ্ছে। কারণ প্রথম থেকেই ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্টে বেশ ভারসাম্য দেখা গিয়েছে। আগের বার আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স দলের নেতৃত্বে। রাজস্থান কি পারবে ফর্মে থাকা পাঞ্জাবকে বেগ দিতে? উত্তর সময়ই দেবে।