RCB vs KKR Live: টসও হল না, আশঙ্কা সত্যি করে বৃষ্টিতে ভেস্তেই গেল কেকেআর-আরসিবি ম্যাচ

IPL 2025: আপাতত লিগ তালিকায় কেকেআর ছয় নম্বরে রয়েছে, আরসিবি রয়েছে দ্বিতীয় স্থানে।

ABP Ananda Last Updated: 17 May 2025 10:57 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2025) দ্বিতীয় উদ্বোধনী রাত যেন। ইডেন গার্ডেন্সে ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর ভারত-পাক যুদ্ধের আবহে স্থগিত হয়ে...More

RCB vs KKR Live Updates: কেকেআরের সব আশা শেষ

বিগত দুইবার যা হয়েছিল, এবারও তেমনটাই হল। খেতাব জেতার পরের বছর আবারও প্লে-অফে পৌঁছতে ব্যর্থ কেকেআর। এই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা শেষ হয়ে গেল।