RCB vs KKR Live: টসও হল না, আশঙ্কা সত্যি করে বৃষ্টিতে ভেস্তেই গেল কেকেআর-আরসিবি ম্যাচ
IPL 2025: আপাতত লিগ তালিকায় কেকেআর ছয় নম্বরে রয়েছে, আরসিবি রয়েছে দ্বিতীয় স্থানে।
ABP Ananda Last Updated: 17 May 2025 10:57 PM
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2025) দ্বিতীয় উদ্বোধনী রাত যেন। ইডেন গার্ডেন্সে ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর ভারত-পাক যুদ্ধের আবহে স্থগিত হয়ে...More
বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2025) দ্বিতীয় উদ্বোধনী রাত যেন। ইডেন গার্ডেন্সে ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর ভারত-পাক যুদ্ধের আবহে স্থগিত হয়ে যায় আইপিএল। ১৭ মে ফের শুরু হচ্ছে টুর্নামেন্ট। আর এই পর্বের প্রথম ম্যাচেই ফের মুখোমুখি সেই দুই দলই - কেকেআর ও আরসিবি। লড়াই এবার আরসিবির (RCB vs KKR) ঘরের মাঠে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভারত-পাক যুদ্ধের আবহে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। দুই দেশের সংঘর্ষ বিরতি ঘোষণার পর ফের শুরু হচ্ছে টুর্নামেন্ট। আর দ্বিতীয় পর্বেও প্রথম ম্যাচে যুযুধান কেকেআর ও আরসিবি।যদিও পরিস্থিতি এখন আমূল বদলে গিয়েছে দুই দলের কাছেই। ইডেনে নামার সময় কেকেআর ছিল গতবারের চ্যাম্পিয়ন। মুকুট রক্ষার লড়াই ছিল নাইটদের সামনে। আর আরসিবি ছিল কোনও দিন ট্রফির দেখা না পাওয়া এমন এক দল, যাদের এবারও অনেকেই হিসেবের মধ্যে রাখেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরতি সাক্ষাতের সময় কেকেআরের প্লে অফের স্বপ্ন কার্যত ভেন্টিলেশনে। প্লে অফের টিকিট পেতে গেলে অলৌকিক কিছু করতে হবে। অন্যদিকে বিরাট কোহলিদের প্লে অফে খেলা কার্যত নিশ্চিত। বড় কোনও অঘটন না হলে প্লে অফে আরসিবি খেলছেই। শনিবার কেকেআর জিতলে ক্ষীণ হলেও, খাতায় কলমে বেঁচে থাকবে কেকেআরের আশা। আর আরসিবি জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে অফ।শনিবারের ম্যাচ ঘিরে রয়েছে আবেগের লাভাস্রোতও। কারণ, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর এই প্রথম ম্যাচে নামছেন বিরাট কোহলি। অনেকেই পরিকল্পনা করেছেন যে, মাঠে কোহলির ১৮ নম্বর টেস্ট জার্সি পরে খেলা দেখতে যাবেন। আইপিএলের ম্যাচে গ্যালারিতে থিক থিক করছে টেস্টের সাদা জার্সি - এও যেন এক অভাবনীয় দৃশ্য।চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআরের দুরন্ত রেকর্ড। ২০১৫ সালের পর থেকে কোহলিদের ঘরের মাঠে আর হারেনি কেকেআর। তার ওপর কেকেআরের হাতে রয়েছে এমন এক অস্ত্র, কোহলির বিরুদ্ধে যাঁর ঈর্ষণীয় রেকর্ড। সুনীল নারাইন। ১৭ ইনিংসে যিনি চারবার কোহলিকে আউট করেছেন। দুই দলেরই ডেথ বোলিং অন্যতম শক্তি। ডেথ ওভারে আরসিবির বোলাররা ওভার প্রতি মাত্র ১০.২০ রান করে খরচ করেছে। যেখানে কেকেআর বোলাররা খরচ করেছেন ওভার প্রতি ১০.৩০ রান
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
RCB vs KKR Live Updates: কেকেআরের সব আশা শেষ
বিগত দুইবার যা হয়েছিল, এবারও তেমনটাই হল। খেতাব জেতার পরের বছর আবারও প্লে-অফে পৌঁছতে ব্যর্থ কেকেআর। এই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা শেষ হয়ে গেল।