বেঙ্গালুরু: টি-২০ ক্রিকেটে তিনি ইনিংস ওপেন করতে ভালবাসেন । টি-২০ বিশ্বকাপে ওপেনারের ভূমিকায় দেখা গিয়েছিল । আইপিএলে নিয়মিত ওপেন করেন ।

আর টি-২০ ক্রিকেটে ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) কতটা ভয়ঙ্কর হতে পারেন, বৃহস্পতিবার তা হাড়ে হাড়ে টের পেলেন রাজস্থান রয়্যালসের (RCB vs RR) বোলাররা ।

শুরুটা করেছিলেন সতর্কভাবে । তারপর গাড়ি ছোটাতে শুরু করলেন ফিফথ গিয়ারে । ৪২ বলে কোহলি করলেন ৭০ রান । ৮ চার ও জোড়া ছক্কায় সাজানো ইনিংস । সঙ্গত করলেন দেবদত্ত পাড়িক্কল । ২৭ বলে ৫০ রান করলেন তিনি । ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলল ২০৫/৫ । কঠিন পরীক্ষা রাজস্থান রয়্যালসের ব্যাটারদের ।

জোফ্রা আর্চারকে নিয়ে একটা প্রবচন রয়েছে । আইপিএলে প্রচুর দাম পান । তাঁকে নিয়ে আগ্রহী থাকে দলগুলি । কিন্তু তাঁর চোট প্রবণতা এমনই যে, টুর্নামেন্টে শুরু করলে শেষের দিকে খেলেন না । আর শুরুর দিকে খেলতে না পারলে শেষের দিকে খেলেন । সেই আর্চার এবারের আইপিএলে বল হাতে আগুন ছোটাচ্ছেন । ঘণ্টায় দেড়শো কিলোমিটার ছুঁয়ে ফেলছে স্পিডোমিটার । এদিনও কোহলিকে বার কয়েক পরাস্ত করেছিলেন শুরুতে । কোহলির ব্যাটের কানায় লেগে বল বেরিয়ে যায় । অন্যদিকে ফিল সল্টের ক্যাচ পড়ে মাত্র ১ রানে ।

সেই সুযোগ কাজে লাগিয়ে পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে ফেলে আরসিবি । সল্ট ২৩ বলে ২৬ রান করে ফিরলেও, কোহলির ছন্দপতন হয়নি । মাত্র ৩২ বলে হাফসেঞ্চুরি । একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরিও পেয়ে যাবেন । তবে আর্চারের বলেই ফেরেন । ৭০ রান করে ।

 

রাজস্থান রয়্যালসের বোলিংকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন পাড়িক্কলও । তিনিও ঝোড়ো হাফসেঞ্চুরি করেন । শেষ দিকে চালিয়ে কেলে টিম ডেভিড ১৫ বলে ২৩ রান ও জিতেশ শর্মা ১০ বলে অপরাজিত ২০ রান করেন । দুশো পেরিয়ে যায় আরসিবি । রাজস্থানের বিরুদ্ধে ২০৫ রানই আইপিএলের ইতিহাসে আরসিবি-র সর্বোচ্চ স্কোর । কঠিন পরীক্ষা এবার সঞ্জু স্যামসনহীন রাজস্থান ব্যাটিংয়ের।