নয়াদিল্লি: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে মরশুম শুরুর আগে মেগা নিলামের (IPL 2025 Auction) আয়োজন হবে। সেই মেগা নিলামের আগে কয়জন ক্রিকেটারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারবে, কয়টি আরটিএম কার্ডই বা থাকবে? এই বিষয়ে এখনও কোনওরকম ঘোষণা করা হয়নি। তবে তা শীঘ্রই ঘোষণা করা হবে।
সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে রবিবার, ২৯ সেপ্টেম্বরই না কি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে, কয়টি আরটিএম কার্ড তাদের হাতে থাকবে, সেই বিষয়ে সরকারি ঘোষণা করা হবে। শনিবার, ২৮ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে বলে খবর। তারপরেই এই ঘোষণা হতে পারে জল্পনা। কর্ণাটকের রাজধানীতে এক পাঁচতারা হোটেলে এই বৈঠক হতে পারে বলে খবর।
শোনা যাচ্ছে আগের বারের মরশুম থেকে মোট ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তা পাঁচজন রিটেনশন এবং একটি আরটিএম কার্ড বা দুই রিটেনশন ও চারটি আরটিএম কার্ডও হতে পারে। কোনও ফ্র্যাঞ্চাইজি যদি পাঁচজনকে রিটেন করতে চায়, তাহলে মোট ৭৫ কোটি টাকা খরচ করতে হতে পারে বলে খবর। ফ্র্যাঞ্চাইজিদের মোট ১২০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হবে বলেও জল্পনা। এর পাশাপাশি শোনা যাচ্ছে প্রথম রিটেন করা ক্রিকেটারের জন্য মোট ১৮ কোটি টাকা খরচ করতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিদের। অবশ্য সবটাই এখনও জল্পনার পর্যায়েই।
প্রসঙ্গত, আইপিএল নিলামও দেশের বাইরে আয়োজিত হতে পারে খবর রয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল কলকাতা বা রাজধানী নয়াদিল্লিতে বসতে পারে নিলামের আসর। তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হচ্ছে যে দেশে নয়, বরং দেশের বাইরেই বসতে চলেছে আসন্ন আইপিএল নিলামের আসর। কিন্তু বিদেশে কোথায়? রিপোর্ট অনুযায়ী লন্ডন বা সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল নিলাম আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতীয় বোর্ডের তরফে কিন্তু এখনও নিলামের স্থান বা দেশ না দেশের বাইরে কোথায় আসর বসবে, তা নিয়ে কিছুই জানানো হয়নি। সেই ঘোষণাও রবিবার জানাতে হতে পারে বলে দাবি করা হচ্ছে। নিলামের আয়োজন হতে পারে নভেম্বরের শেষে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গম্ভীরের বিকল্প বেছে নিল কেকেআর, দায়িত্ব পেলেন 'সফলতম' ক্রিকেটার