চেন্নাই: আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। দুই সফলতম আইপিএল দলের (ট্রফি জয়ের নিরিখে) ম্যাচ মানেই বরাবর তারকার ছড়াছড়ি। সেই ম্য়াচেই খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে (Rohit Sharma)। তবে ম্যাচের আগেই নিজের দস্তানার কারণে চর্চায় রোহিত।


সিএসকের বিরুদ্ধে ম্যাচের রোহিতকে অনুশীলনে সাদা দস্তানা পরে ব্যাটিং করতে দেখা যায়। দস্তানার আঙুলের জায়গায় ছিল মুম্বই ইন্ডিয়ান্সের নীল, সোনালি রঙ। এই পর্যন্ত নতুনত্ব কিছুই নেই। কিন্তু সমর্থকদের নজর কাড়ে তাঁর দস্তানায় লেখা 'SAR'। শুরুতে অনেকেই এই 'SAR'-র অর্থ বুঝতে পারছিলেন না। তবে পরবর্তীতে বোঝা যায় এটা আদপে রোহিতের স্ত্রী, সন্তানদের আদ্যাক্ষর। সামাইরা, আহান ও রীতিকা, তিনজনের নামের আদ্যাক্ষর নিজের দস্তানায় লিখে রেখেছেন রোহিত।


 






 


ফ্যামিলিম্যান হিসাবেই পরিচিত রোহিত। তাঁর সোশ্যাল মিডিয়া ঘাটলেই পরিবারের সঙ্গে গুচ্ছ, গুচ্ছ ছবি পাওয়া যায়। ভারতীয় অধিনায়ক দস্তানায় দুই সন্তান ও স্ত্রীর আদ্যাক্ষর প্রিন্ট করিয়ে ফের একবার তাঁদের প্রতি নিজের ভালবাসারই বহিঃপ্রকাশ করলেন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচে নিঃসন্দেহেই রোহিতের ব্যাটিংয়ের দিকে সকলের নজর থাকবে। তবে জল্পনা থাকলেও, এই ম্যাচে অধিনায়ক রোহিতের দেখা মিলছে না।


সিএসকের বিরুদ্ধে আজ মুম্বইয়ের মাঠে নামতে পারছেন না অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এ বারের আইপিএলের প্রথম ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন হার্দিক। ঘটনাটি গত বারের আইপিএলে পল্টনদের শেষ ম্যাচের। লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের নির্ধারিত সময়ে ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই অধিনায়ক হার্দিককে ৩০ লক্ষ টাকার জরিমানা ও এক ম্যাচের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়। আইপিএলের নিয়ম অনুযায়ী মরশুমে তিনটি ম্যাচে দল নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে না পারলে, তৃতীয় দফার পর দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিকের ওপরে এই নিয়ম লাগু হওয়ায় তিনি মুম্বইয়ের হয়ে মরশুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।


হার্দিকের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কে? দৌড়ে তিন তারকার নাম উঠে আসছিল। যার মধ্যে রোহিত ছিলেন অন্যতম। তবে রোহিত নয়, ভারতীয় টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার এই ম্য়াচে পল্টনদের নেতৃত্ব দেবেন।  প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে সিএসকে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের নেতার নাম হার্দিক নিজেই সকলকে জানিয়ে দেন। তিনি বলেন, 'সূর্যকুমার যাদব ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সেই কারণেই আমার অনুপস্থিতিতে সিএসকের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ওই সবথেকে যোগ্য ব্যক্তি।' ফলে ব্যাটার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেতা রোহিতের দেখা কিন্তু মিলছে না।