নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের সংষর্ষের আবহে দিন দশেক বন্ধ ছিল আইপিএলের আসর (IPL 2025)। তারপরে ইতিমধ্যেই শুরু হয়েছে মেগা টুর্নামেন্ট । তবে এই সূচি বদলের জেরে একাধিক ফ্র্যাঞ্চাইজিকে সমস্যায় পড়তে হয়েছে। বহু তারকাই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে মাঝপথেই টুর্নামেন্ট ছাড়ছেন। সেই তালিকায় রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) তরুণ তুর্কি জেকব বেথেলও (Jacob Bethell)। এই ইংরেজ তারকার বদলে এক নাইট প্রাক্তনীকে সই করাল আরসিবি।
কে সেই তারকা? তিনি টিম সেফার্ত (Tim Seifert)। আরসিবি ইতিমধ্যেই প্লে-অফের জন্য নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ২৩ মে আরসিবি গ্রুপ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচের পরের দিনই, ২৪ মে ভারত ছাড়বেন বেথেল। ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। ২৯ মে থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে ইংল্যান্ড। সেই সিরিজ়ে সুযোগ পেয়েছেন বেথেল। তাই দেশের হয়ে খেলার জন্য তিনি আর আইপিএলের প্লে-অফে খেলতে পারবেন না। তাইজন্যই তাঁর বিকল্প হিসাবে কিউয়ি তারকাকে সই করাল আরসিবি।
বেথেলের বদলে ২৪ তারিখের পর থেকে আরসিবি হয়ে মাঠে নামতে পারবেন সেফার্ত। কিউয়ি তারকা কিপার-ব্যাটারকে দুই কোটি টাকার বিনিময়ে সই করাল আরসিবি। তিনি ৬৬টি আন্তর্জাতিক ম্য়াচ খেলে ১৫৪০ রান করেছেন।
কেকেআরে মিস্ট্রি স্পিনার
আইপিএল পুনরায় শুরু হলেও রোভম্যান পাওয়েল এবং মঈন আলি কেকেআর শিবিরে যোগ দেননি। পাওয়েলের পরিবর্তে মাত্র এক ম্যাচ বাকি থাকতে কেকেআরে এল এক নতুন স্পিনার। তিনি মধ্যপ্রদেশের শিবম শুক্লা (Shivam Shukla)। কেকেআর শিবিরেই সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী রয়েছেন। দুই বিশ্ববন্দিত স্পিনারই 'মিস্ট্রি স্পিনার' হিসাবে খ্যাত। সেই তালিকায় যুক্ত হলেন শিবম। 'মিস্ট্রি স্পিনার' হিসাবে তাঁরও সুখ্যাতি রয়েছে। রবিবারই ২৯ বছর বয়সি শিবমকে দলে নেওয়ার কথা কেকেআরের তরফে সরকারিভাবে জানানো হয়।
শিবম মধ্যপ্রদেশ টি-২০ লিগের প্রথম এডিশনে সকলকেই প্রভাবিত করেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন। এক ম্যাচে পাঁচটি উইকেটসহ টুর্নামেন্টে মোট ১০টি উইকেট নেন শিবম। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও গত মরশুমে মধ্যপ্রদেশের হয়ে খেলতে দেখা যায় তাঁকে। এবার তিনি নাইট শিবিরে যোগ দিলেন।