RCB vs CSK Live: হাড্ডাহাড্ডি ম্যাচে দুই রানে জয়, সিএসকেকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় আরসিবি

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে বহুদিন পর চিপকে জিতেছিল আরসিবি। ৫০ রানে সিএসকেকে হারিয়েছিল তারা।

ABP Ananda Last Updated: 03 May 2025 11:38 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: একটা জয় মানেই এবারের আইপিএলের (IPL 2025) প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) অশ্বমেধের ঘোড়া যেভাবে ছুটে চলেছে চলতি মরশুমে, তাতে বিরাট প্রেমীরাও এবার...More

RCB vs CSK Live Updates: টানটান ম্যাচে আরসিবির জয়

নাটকীয় শেষ ওভারে একের পর তিন দুরন্ত ইয়র্কারে দুই রানে আরসিবির জয় সুনিশ্চিত করলেন যশ দয়াল। ৭৭ রানে অপরপ্রান্তে অপরাজিতই রয়ে গেলেন জাডেজা।