আমদাবাদ: চলতি মরশুমে আইপিএলে (IPL 2025) তিনি এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক। মাত্র ১০ ইনিংসেই ৫০৪ রান করে ফেলেছেন তিনি। ৫০-র অধিক গড় ও ১৫০-র অধিক স্ট্রাইক রেট। কথা হচ্ছে সাই সুদর্শনের (Sai Sudharsan)। গুজরাত টাইটান্সের টপ অর্ডার বাঁ-হাতি ব্যাটারের ফর্ম ও ধারাবাহিকতার প্রশংসায় সকলে। আজ আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদের (GT vs SRH) বিরুদ্ধেও ফের গর্জে উঠল তাঁর ব্যাট, আর তাতেই তৈরি হল ইতিহাস।

সানরাইজার্সের বিরুদ্ধে শুরু থেকেই আজকের ম্যাচে দুরন্ত আগ্রসী মেজাজে ব্যাট করছিলেন দুই গুজরাত টাইটান্স ওপেনার সুদর্শন ও শুভমন গিল।  সুদর্শনকে দুরন্ত ছন্দে দেখায়। নয়টি চার মারেন সুদর্শন। অল্পের জন্য মরশুমের ষষ্ঠ অর্ধশতরান হাতছাড়া হলেও, ২৩ বলে ৪৮ রানের ইনিংসে সুদর্শন সকলের নজর কাড়েন। এই ইনিংসের সুবাদেই সুদর্শন বিশ ওভারের ক্রিকেটে দুই হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। মাত্র ৫৪ ইনিংসেই দুই হাজার রানের গণ্ডি পার করলেন তিনি।

সুদর্শন বাদে আর কোনও ভারতীয় এত দ্রুত দুই হাজার টি-টোয়েন্টি রান করেননি। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন সুদর্শন। 'মাস্টার ব্লাস্টার' ৫৯ ইনিংসে দুই হাজার টি-টোয়েন্টি রান করেছিলেন। এতদিন পর্যন্ত এটাই ভারতীয়দের মধ্যে ইনিংসের হিসাবে দ্রুততম দুই হাজার রানে পৌঁছনোর রেকর্ড ছিল। তবে সেই রেকর্ডের নতুন মালিকের নাম এখন সুদর্শন। সর্বকালীন তালিকায় সুদর্শন অল্পের জন্য দ্বিতীয় স্থানে রয়েছেন।

তাঁর থেকে মাত্র এক ইনিংস কম, ৫৩ ইনিংসে শন মার্শ দুই হাজার টি-টোয়েন্টি রান করেছিলেন। সেটাই সর্বকালীন রেকর্ড। তবে আইপিএলের ইতিহাসে দ্রুততম, মাত্র ৩৫ ইনিংসেই ১৫০০ রান পূরণ করার মালিকের নামও এখন সাই সুদর্শন।

 

দুই ওপেনারের তাণ্ডবে আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ ৮২ রান তোলে গুজরাত। ৮৭ রানের ওপেনিং পার্টনারশিপ গুজরাতের হয়ে বড় রানের ভিত গড়ে দেয়। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট ২২৪ রান তুলে ইনিংস শেষ করে গুজরাত। এদিন সাই অর্ধশতরান না পেলেও তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিল ৭৬ রানের ইনিংস খেলেন। বাটলার করেন ৬৪ রান। এই রান গুজরাতকে জয়ে ফেরানোর জন্য যথেষ্ট হয় কি না, এবার সেটাই দেখার বিষয়।