SRH vs KKR Live: যেমন ব্যাটিং, তেমন বোলিং, নিজেদের আইপিএল ইতিহাসে সবথেকে বড় হার KKR-র, ১১০ রানে জিতল SRH

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে অনেকটাই এগিয়ে কেকেআর। সানরাইজার্সের তুলনায় দ্বিগুণেরও বেশি ম্যাচ জিতেছে নাইট শিবির।

ABP Ananda Last Updated: 25 May 2025 11:24 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: গত বারের দুই ফাইনালিস্ট দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। গত বারের দুরন্ত সাফল্যের পর এ বারের আইপিএল মরশুমেও (IPL 2025) সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দুই...More

SRH vs KKR Live Score: ১১০ রানে হার

শেষের দিকে নেমে খানিক ব্যাট চালালেন হর্ষিত রানা। ৩৪ রান করেন তিনি। তাও ১৬৮ রানে অল আউট হয়ে গেল কেকেআর। নিজেদের আইপিএল ইতিহাসের সবথেকে বড় ব্যবধানে, ১১০ রানে হারল কেকেআর।