মুম্বই: গোট মরশুম জুড়েই দুরন্ত ছন্দে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে (SuryaKumar Yadav)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (MI vs LSG) আজ ফের একবার জ্বলে উঠল তাঁর ব্যাট। দুরন্ত ৫৪ রানের ইনিংস খেললেন সূর্যকুমার। তাঁর এই ইনিংসে বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ তো তাঁর মাথা চলে আসলই, জোড়া মাইলফলকও স্পর্শ করলেন সূর্য।

রবি বিষ্ণোইয়ের বলে এই ম্যাচে নিজের প্রথম ছক্ক হাঁকান সূর্যকুমার যাদব। এটি তাঁর আইপিএল কেরিয়ারে ১৫০তম ছক্কা। নিজের ইনিংসে এরপরেও আরও তিনটি ছক্কা হাঁকান সূর্য, মারেন চারটি চারও। তাঁর ২৮ বলে ৫৪ রানের ইনিংস লখনউয়ের বিরুদ্ধে মুম্বইকে দু'শোর অধিক রান তুলতে সাহায্য করে। ঘটনাক্রমে, এই ইনিংসের সুবাদেই চার হাজার আইপিএল রানের গণ্ডি পার করে ফেললেন সূর্য। মুম্বই ইন্ডিয়ান্স তারকা আইপিএলে মাত্র ২৭১৪ বল খেলেই চার হাজার রান পূরণ করে ফেললেন।

বলের নিরিখে সর্বকালীন তৃতীয় দ্রুততম হিসাবে চার হাজার আইপিএল রান পূরণ করলেও, ভারতীয় হিসাবে কিন্তু সূর্যই দ্রুততম। তাঁর থেকে কেবল দুই আরসিবি কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেলই কম বল খেলে চার হাজার রানের গণ্ডি পার করেছেন। উভয়েই ২৬৫৮ বলে খেলে চার হাজার রান করেছেন। সূর্যের দখলে ১৬০ ম্যাচ খেলে বর্তমানে মোট ৪০২১ রান রয়েছে। তিনি ৩৪-র অধিক গড় ও ১৪৭-র অধিক স্ট্রাইক রেটে নিজের এই রান করেছেন। আইপিএলে দুইটি শতরানের পাশাপাশি ২৭টি অর্ধশতরানও করেছেন সূর্য।

 

 

দুরন্ত ইনিংসের পর সূর্যর মুখে স্বাভাবিকভাবেই হাসি। তপ্ত গরমে দিনরাতের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে পেরে সূর্যর গলায় স্বস্তি। তিনি বলেন, 'আমি বহুদিন পরে এই টুপিটা (অরেঞ্জ ক্যাপ) পরার সুযোগ পেলাম আমি। দারুণ লাগছে। সত্যি বলতে টস হারের পর আমি খুবই খুশি হয়েছিলাম। এই এত গরমে প্রথম ইনিংসে দুশোর অধিক রান তোলা ব্যাটিং দিক থেকে বেশ ভালই। এই রানটা বেশ ভালই এবং উইকেটটা খানিক মন্থর গতির। তাই এই রান তোলাটা কিন্তু ওদের জন্য সহজ হবে না। দেখা যাক ম্যাচের ফলাফল কী হয়।'