চেন্নাই: দল ম্যাচ হারছে। আর মাঠের ধারে বসে অকাতরে ঘুমোচ্ছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার!

শনিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একটি ছবি ঘিরে তোলপাড়। চেন্নাই সুপার কিংসের (CSK) তরুণ খেলোয়াড় বংশ বেদী শনিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের রান তাড়া করার সময় ডাগ আউটে বসেই ঘুমোচ্ছিলেন। টিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। তারপরই ক্ষোভে ফেটে পড়েন সিএসকে সমর্থকেরা। বলাবলি শুরু হয়, দল যেখানে টানা তিন ম্যাচ হারছে, তখন কী করে একজন ক্রিকেটার মাঠের ধারে বসে ঘুমোতে পারে। কেউ কেউ বংশের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

বেদী এখনও পর্যন্ত সিএসকে-র হয়ে চলতি আইপিএলে একটিও ম্যাচ খেলেননি। শনিবার ম্যাচের দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লে চলাকালীন সিএসকে-র তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার পাশে বসে ঘুমোতে দেখা গিয়েছিল বংশকে। মাঠে যখন রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দল লড়াই করছিল।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বংশকে চিহ্নিত করে বিদ্রুপ করতে শুরু করে। বংশ সিএসকে বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচের পরে দুই কিংবদন্তি বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ছবি তোলেন। উইকেটরক্ষক-ব্যাটার বংশ দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাঁর সাফল্যের জন্য নজর কেড়ে নেন। স্পিনের বিরুদ্ধেও তিনি সাবলীল ব্যাটিং করতে পারেন।

শনিবার ধোনিকে নিয়েও বিতর্ক হয়। তিনি যখন ব্যাট করতে নামেন তখনও ৫৬ বল বাকি, জয়ের জন্য সিএসকে-কে করতে হবে আরও ১১০ রান। ইনিংসের শেষ অবধি টিকে থাকেন ধোনি, তবে দলকে ম্যাচ জেতাতে পারেননি ধোনি (MS Dhoni)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (CSK vs DC) ২৫ রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচ হারল তাঁরা। এই পরাজয়ের পরেই ধোনির সমালোচনায় মুখর নেটপাড়া।             

 

শনিবার সাত নম্বরে ব্যাট হাতে নামেন ধোনি। ২০২৩ সাল থেকে ২০ ওভারের ম্যাচে এত আগে ধোনিকে ব্যাটে নামতে দেখা যায়নি। সবাই মাহি-ম্যাজিক দেখার অপেক্ষায় ছিলেন। তবে চেনা ধোনির দেখা মিলল কোথায়! ২৬ বলে ৩০ রানের ইনিংস খেললেন মাহি।