চেন্নাই: এবারের আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের এক ম্যাচ অন্তর জয়ের ধারা অব্যাহত রয়েছে। চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে কার্যত দুরমুশ করে মরশুমের তৃতীয় ম্যাচ জিতে নিয়েছে কেকেআর (CSK vs KKR)। ম্যাচ বল হাতে ফের একবার কেকেআরের হয়ে দলের তারকা স্পিনাররা। ম্যাচের পরেই বরুণ চক্রবর্তীও (Varun Chakravarthy) এই জয়ের উচ্ছ্বাসে গা ভাসান। কেএল রাহুলের (KL Rahul) ভঙ্গিমাতেই জয় উদযাপন করতে দেখা যায় তাঁকে। 

বরুণ সাধারণত তাঁর স্পিন জুড়িদার সুনীল নারাইনের মতো সাফল্য পেয়েও নির্লিপ্ত থাকেন। কেএল রাহুলের স্বভাবচরিত্রও অনেকটা একইরকম। শান্ত, নম্র। কিন্তু আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলার পরেই তাঁকে দারুণ ভাবে জয় উদযাপন করতে দেখা যায়। ব্যাট দিয়ে একটি গোল ব্যাটটা মাটিতে ঠোকেন তিনি। অনেকটা যেন তলোয়ার গাঁথার মতো। ইঙ্গিত স্পষ্ট ছিল। এটা আমার মাঠ। বেঙ্গালুরুই যে তাঁর হোমগ্রাউন্ড।

তেমনই শুক্রবার, ১১ এপ্রিল অ্যাওয়ে দল কেকেআরের হয়ে মাঠে নামলেও, বরুণ যে ভূমিপুত্র। তিনি তো তামিলনাড়তেই জন্মেছেন, সেখানের দলের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন। রাহুলের সেলিব্রেশন থেকে অনুপ্রাণিত হয়ে বরুণও নিজের ইঙ্গিতে স্পষ্ট জানিয়ে দেন তিনিই ভূমিপুত্র। কেকেআরের তরফে তাঁর এই ইঙ্গিতের ভিডিওটি পোস্টও করা হয়। লেখা হয়, 'বার্তাটা খুব জোরাল এবং স্পষ্ট। এটা বরণের ঘর।'

 

এদিন বল হাতে বরুণ দুই ও সুনীল নারাইন তিনটি উইকেট নিয়েছিলেন। তবে মঈন আলি মাত্র একটি উইকেট নিলেও, শুরুতে তাঁর বোলিং সকলেরই নজর কাড়ে। তিন স্পিনারের দাপটেই সিএসকে কোনওক্রমে ২০ ওভারে নয় উইকেটে ১০৩ রান তোলে। জবাবে ৫৯ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর। 

ম্যাচ শেষে মঈন আলি কিন্তু বরুণ ও সুনীল নারাইন, নিজের দুই সহ স্পিনার যোদ্ধারই প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন 'আমি মনে করি সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী অসাধারণ। বিশেষ করে সুনীলের কথা আমাকে বলতেই হবে। ওঁদের খেলা মাঝের ওভারগুলোতে খুবই চাপের যে কোনও ব্যাটারের পক্ষে। আমার লক্ষ্যই থাকে যে শুরুতে কিছুটা চাপে ফেলে দেওয়া প্রতিপক্ষের টপ অর্ডারকে। এছাড়া ওঁদের থেকে প্রতিমুহূর্তে শেখার চেষ্টা করছি।'