মুম্বই: রাত পোহালেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেগাদ্বৈরথ। আর আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Royal Challengers Bengaluru) মানেই যে দুইজনের প্রসঙ্গ সবার আগে উঠে আসে, তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দীর্ঘদিন ভারতীয় দলকে নিজেদের কাঁধে টেনেছেন দুই মহারথী। তবে সোমবারের মোকাবিলায়, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী।

তবে ২২ গজের লড়াইয়ের আগে রোহিত প্রসঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা আবেগঘনই বিরাট। দুইজনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার কথা জানিয়ে বিরাট বলেন, 'এতদিন ধরে কারুর সঙ্গে একসঙ্গে খেললে এই বিষয়টা হওয়া খুবই স্বাভাবিক। একে অপরের সঙ্গে কথা বলা, একে অপরের থেকে শেখা এবং একই সঙ্গে নিজেদের কেরিয়ারে উন্নতি করাটাও স্বাভাবিক।'

 

 

কোহলি জানান এতদিন ধরে একসঙ্গে খেলায় দুইজনের মধ্যে একটা ভরসার জায়গাও তৈরি হয়েছে। 'আমরা সবসময় ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করি এবং সিংহভাগ সময়ই দুইজনের মতামতও একই হয়। একটা ভরসা তৈরি হয় যে প্রয়োজনে দলের হয়ে অপরজন কাজটা সম্পন্ন করতে পারবে, ম্যাচটা জেতাতে পারবে। এতদিন ধরে একসঙ্গে খেলাটা নিঃসন্দেহেই আমরা উপভোগ করেছি। এত স্মৃতি, মুহূর্ত যা একসঙ্গে ভাগ করেছি এবং করছি, সেগুলোর জন্য আমি কৃতজ্ঞ।' বলে জানান বিরাট।

তবে সোমবার কিন্তু ২২ গজের লড়াইয়ে এই কৃতজ্ঞতাবোধ দেখা যাবে না। বিরাট বা রোহিত, দুইজনের কেউই একে অপরকে এক চুল জমিও ছেড়ে দেবেন না। যদিও লিগ তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। আরসিবি যেখানে তিন নম্বরে রয়েছে, সেখানে মুম্বই শেষের দিক থেকে তৃতীয়, অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে। তবে দুই দলই আবার নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছে। তাই ওয়াংখেড়েতে দুই দলই যে ম্যাচ জিতে দুই পয়েন্ট যোগ করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে, তা কিন্তু বলাই বাহুল্য।