কলকাতা: ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই মুস্তাফিজুর রহমন বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জল নক্ষত্র। প্রত্যেক সিরিজেই নিজের বল হাতে ম্য়াজিক দেখিয়ে গিয়েছেন। বিশ্ব ক্রিকেটে ফিজ নামেও পরিচিত পেয়েছেন। নিঁখুত স্লোয়ার, ইয়র্কার ও কাটারের জন্য় তাঁকে কাটার মাস্টার নামেও সম্বোধন করা হয়। কিন্তু আগামী আইপিএলে তাঁর খেলা হচ্ছে না। কেকেআর তাঁকে নিলামের টেবিল থেকে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিলেও বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য ফিজকে খেলানো সম্ভব নয় আইপিএলে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। 

Continues below advertisement

এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের মঞ্চে মুস্তাফিজুরের পারফরম্যান্স----

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ২০১৬-২০১৭ মরশুমে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমনের। সেবার অরেঞ্জ আর্মিরা আইপিএলে খেতাবও জিতেছিল। দুই মরশুম মিলিয়ে মোট ১৭ উইকেট ঝুলিতে পুরেছিলেন কাটার মাস্টার। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলতে নেমে ৭ উইকেট নেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০২১ মরশুমে খেলেছিলেন। নিয়েছিলেন ১৪ উইকেট। ২০২২, ২০২৩, ২০২৫ তিনটি মরশুম দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেন। মোট ৯ উইকেট নেন। ২০২৪ সালে সিএসকের জার্সিতে মাত্র ৯ ম্য়াচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি। তবে নতুন মরশুমের আগে নিলামে উঠেছিলেন। কেকেআর তাঁকে ৯.২০ কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল। তবে আগামী মরশুমে খেলা হচ্ছে না বাংলাদেশের এই তারকা বোলারের। মোট এখনও পর্যন্ত ৬০ ম্য়াচ খেলে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৮.১৩ ইকনমি রেটে উইকেট নিয়েছেন। ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তাঁর সেরা বোলিং স্পেল।

Continues below advertisement

বিকল্প কে?

আইপিএল-এর নিয়ম অনুযায়ী, এখন কেকেআর মুস্তাফিজুর রহমানের পরিবর্তে এমন খেলোয়াড়কেই নিতে পারবে যিনি নিলামের জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন। কে হতে পারেন বিকল্প? আফগানিস্তানের বাঁহাতি ফাস্টবোলার ফজলহক ফারুকি কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানের জায়গা নেওয়ার সবচেয়ে বড় দাবিদার। তিনিও মুস্তাফিজুর রহমানের মতো বাঁহাতি ফাস্টবোলার, এবং টি-টোয়েন্টির একজন দক্ষ বোলারও নতুন বলে ফজলহক ফারুকি উইকেটের দুই দিকেই সুইং করাতে পারেন। এমন পরিস্থিতিতে কেকেআর আফগানিস্তানের এই বোলারকে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করতে পারে। ফজলহক ফারুকী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন।কেকেআর অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকেও দলে অন্তর্ভুক্ত করতে পারে। স্পেন্সার জনসনও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একজন ভাল বিকল্প। তিনি তাঁর গতি এবং বাউন্সের জন্য পরিচিত।