নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। গত আইপিএলে (IPL) খেলা হয়নি ঋষভ পন্থের (Rishabh Pant)। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। গত আইপিএলে তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার (David Warner)।


তবে আসন্ন আইপিএলের আগে স্বস্তিতে দিল্লি ক্যাপিটালস শিবির। কারণ, পন্থ অনেকটাই সেরে গিয়েছেন। খুব একটা বড়সড় অবনতি না হলে, আইপিএলের শুরু থেকেই খেলবেন। এবং দিল্লি ক্যাপিটালসকে তিনি নেতৃত্বও দেবেন। বুধবার মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনার নিলামের টেবিলেও হাজির ছিলেন পন্থ। দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে বসেছিলেন পরের মরশুমের দল গুছিয়ে নিতে।


আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হয়নি দিল্লি। একটা সময় যারা খেলত দিল্লি ডেয়ারডেভিলস নামে। বীরেন্দ্র সহবাগের মতো বিধ্বংসী ব্যাটারও তাদের খেতাব জেতাতে পারেনি। সৌভাগ্যের খোঁজে দলের নামই বদলে ফেলে দিল্লি। ডেয়ারডেভিলস নাম বদলে দিল্লি ক্যাপিটালস করেও ট্রফির দেখা মেলেনি। এবারের মিনি অকশনে কাদের নেবে দিল্লি, কৌতূহলী ছিলেন অনেকেই।


নিলামের টেবিল থেকে মোট ৯ ক্রিকেটারকে কিনেছে দিল্লি। যার মধ্যে সবচেয়ে বেশি দামে দলে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের কুমার কুশাগ্রকে। ৭ কোটি ২০ লক্ষ টাকায়। এছাড়া হ্যারি ব্রুককে ৪ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। নিলাম থেকে কিনেছে ট্রিস্টান স্টাবস (৫০ লক্ষ), রিকি ভুঁই (২০ লক্ষ টাকা), রশিক দার (২০ লক্ষ টাকা), ঝাই রিচার্ডসন (৫ কোটি টাকা), সুমিত কুমার (১ কোটি টাকা), শাই হোপ (৭৫ লক্ষ টাকা) ও স্বস্তিক চিকারাকে (২০ লক্ষ টাকা)।


তবে প্রশ্ন উঠছে, কেন ৫ উইকেটকিপারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। যেখানে সৌরভ-পন্টিংয়ের মতো ক্ষুরধার মস্তিষ্ক রয়েছে। পন্থ ও অভিষেক পোড়েল তো ছিলেনই, এবারের নিলামে কুমার কুশাগ্র, শাই হোপ ও ট্রিস্টান স্টাবসকে দলে নিয়েছে দিল্লি।


কেমন দাঁড়াল দিল্লির দল?


ব্যাটার


ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, যশ ধুল, শাই হোপ (উইকেটকিপার), স্বস্তিক চিক্কারা, অভিষেক পোড়েল (উইকেটকিপার), হ্যারি ব্রুক, রিকি ভুঁই, কুমার কুশাগ্র (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস (উইকেটকিপার)


অলরাউন্ডার


অক্ষর পটেল, ললিত যাদব, মিচেল মার্শ, সুমিত কুমার


বোলার


প্রবীণ দুবে, ভিকি ওস্তওয়াল, অনরিক নখিয়া, কুলদীপ যাদব, লুনগি এনগিডি, খলিল আমেদ, ইশান্ত শর্মা, ঝাই রিচার্ডসন, মুকেশ কুমার, রশিক দার


আরও পড়ুন: আইপিএল নিলামে রেকর্ডের দিন বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য, দল পেলেন না কেউই


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে