IPL Auction 2025 LIVE: আইপিএলের নিলাম থেকে কোন ক্রিকেটারকে দলে নিচ্ছে কারা, কোন দল দেবে চমক? লাইভ আপডেট
IPL Auction 2025 LIVE Updates: সকলের নজর রবিবার মরুদেশের এক শহরে। সংযুক্ত আরব আমিরশাহির জেড্ডায় বসছে আইপিএল নিলামের (IPL Mega Auction) আসর।
২.৬০ কোটি টাকায় সূয়স শর্মাকে নিল আরসিবি। কর্ণ শর্মাকে ৫০ লক্ষ টাকায় কিনল মুম্বই। ময়ঙ্ক মারকাণ্ডেকে ৩০ লক্ষ টাকায় নিল কেকেআর। অবিক্রিত পীযূষ চাওলা, শ্রেয়স গোপাল। মানব সুতারকে ৩০ লক্ষ টাকায় নিল গুজরাত। কুমার কার্তিকেয়কে ৩০ লক্ষ টাকায় নিল রাজস্থান।
পাঞ্জাব নিল বিষ্ণু বিনোদকে (৯৫ লক্ষ টাকা), বৈশাখ বিজয়কুমারকে (১ কোটি ৮০ লক্ষ টাকা)। রসিক সালাম দারকে নিল আরসিবি (৬ কোটি টাকা)। ১.২ কোটি টাকায় আকাশ মাধওয়ালকে নিল রাজস্থান। ২.২ কোটি টাকায় মোহিত শর্মাকে কিনল দিল্লি। কেকেআর ১.৮০ কোটি টাকায় কিনল বৈভব অরোরাকে। ১.৬ কোটি টাকায় যশ ঠাকুরকে নিল পাঞ্জাব। অবিক্রিত কার্তিক ত্যাগী। সিমরজিৎ সিংহকে দেড় কোটি টাকায় নিল হায়দরাবাদ।
মহীপাল লোমররকে ১.৭০ কোটি টাকায় কিনল জিটি। ৩ কোটি ৮০ লক্ষ টাকায় আশুতোষ শর্মাকে কিনল দিল্লি। অবিক্রিত উৎকর্ষ সিংহ, উপেন্দ্র যাদব, লুভনিথ সিসোদিয়া। কুমার কুশাগ্রাকে ৬৫ লক্ষ টাকায় কিনল জিটি। রবিন মিনজকে ৬৫ লক্ষ টাকায় নিল মুম্বই। ৩০ লক্ষ টাকায় অনুজ রাওয়াতকে নিল গুজরাত। আরিয়ান জুয়েলকে ৩০ লক্ষ টাকায় নিল লখনউ।
৩০ লক্ষ টাকায় নিশান্ত সিন্ধুকে কিনল গুজরাত, ৯৫ লক্ষ টাকায় সমীর রিজভিকে কিনল দিল্লি। ৫.২৫ কোটি টাকায় নমন ধীরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ৪.২০ কোটি টাকায় আব্দুল সামাদকে কিনল হায়দরাবাদ। দেড় কোটি টাকায় হরপ্রীত ব্রারকে কিনল পাঞ্জাব। বিজয় শঙ্করকে ১.২০ কোটি টাকায় নিল সিএসকে।
অথর্ব তাইডেকে ৩০ লক্ষ টাকায় নিল হায়দরাবাদ। ৪.২০ কোটি টাকায় নেহাল ওয়াধেরাকে কিনল পাঞ্জাব কিংস। অঙ্গকৃষ রঘুবংশীকে ৩ কোটি টাকায় কিনল কেকেআর। ৫০ লক্ষ টাকায় করুণ নায়ারকে নিল দিল্লি। ৩.২০ কোটি টাকায় অভিনব মনোহরকে নিল হায়দরাবাদ। অবিক্রিত যশ ধূল, আনমোলপ্রীত সিংহ।
নিলামে অবিক্রিত রইলেন ডেভিড ওয়ার্নার। পরে কি দল পাবেন?
১০ কোটি টাকায় নূর আমেদকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ৫.২৫ কোটি টাকায় ও মহেশ তিকশানাকে ৪.৪০ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস। ৩.২০ কোটি টাকায় রাহুল চাহারকে ও ২.৪০ কোটি টাকায় অ্যাডাম জাম্পাকে নিল হায়দরাবাদ।
১০.৭৫ কোটি টাকায় নটরাজনকে কিনল দিল্লি ক্যাপিটালস। ১২.৫ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
সাড়ে ১২ কোটি টাকায় জোফ্রা আর্চারকে নিল রাজস্থান রয়্যালস। ৪.৮ কোটি টাকায় খলিল আমেদকে নিল সিএসকে।
সাড়ে ৯ কোটি টাকায় প্রসিদ্ধ কৃষ্ণকে কিনল গুজরাত। ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় আবেশ খানকে কিনল লখনউ। সাড়ে ৬ কোটি টাকায় অনরিক নখিয়াকে কিনল কেকেআর।
১১ কোটি টাকায় জিতেশ শর্মাকে কিনল আরসিবি। ১২ কোটি ৫০ লক্ষ টাকায় জশ হ্যাজলউডকেও কিনল আরসিবি।
১১ কোটি ২৫ লক্ষ টাকায় ঈশান কিষাণকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
দর কষাকষি চলছিল কেকেআর ও আরসিবি-র মধ্যে। ১১ কোটি ৫০ লক্ষ টাকায় ফিল সল্টকে কিনল আরসিবি। রহমানউল্লাহ গুরবাজকে ২ কোটি টাকায় কিনল কেকেআর।
৩ কোটি ৬০ লক্ষ টাকায় কুইন্টন ডি'কককে কিনল কেকেআর।
৪ কোটি ২০ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে কিনল পাঞ্জাব কিংস। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় মিচেল মার্শকে কিনল লখনউ সুপার জায়ান্টস।
১১ কোটি টাকায় মার্কাস স্টোইনিসকে কিনল পাঞ্জাব কিংস।
২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশ আইয়ারকে কিনল কলকাতা নাইট রাইডার্স। যে দলের হয়ে গতবার আইপিএল জিতেছিলেন বেঙ্কি।
৯ কোটি ৭৫ লক্ষ টাকায় আর অশ্বিনকে কিনল চেন্নাই সুপার কিংস।
৪ কোটি টাকায় রাচিন রবীন্দ্রকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
৮ কোটি টাকায় হর্ষল পটেলকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
আরটিএম কার্ড ব্যবহার করে ৯ কোটি টাকায় জেক ফ্রেজার ম্যাকগার্ককে ধরে রাখল দিল্লি ক্যাপিটালস।
৩ কোটি ৪০ লক্ষ টাকায় রাহুল ত্রিপাঠিকে কিনল চেন্নাই সুপার কিংস। অবিক্রিত থেকে গেলেন ডেভিড ওয়ার্নার।
৬ কোটি ২৫ লক্ষ টাকায় ডেভন কনওয়েকে কিনল চেন্নাই সুপার কিংস।
২ কোটি টাকায় এইডেন মারক্রামকে কিনল লখনউ সুপার জায়ান্টস।
৬ কোটি ২৫ লক্ষ টাকায় হ্যারি ব্রুককে কিনল দিল্লি ক্যাপিটালস। অবিক্রিত থেকে গেলেন দেবদত্ত পাড়িক্কল।
আরসিবি ছেড়ে দিয়েছিল। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় মহম্মদ সিরাজকে দলে নিল গুজরাত টাইটান্স।
৮ কোটি ৭৫ লক্ষ টাকায় লিয়াম লিভিংস্টোনকে নিল আরসিবি।
১৪ কোটি টাকায় কে এল রাহুলকে কিনল দিল্লি ক্যাপিটালস। মনে করা হচ্ছে তিনিই দিল্লির সম্ভাব্য অধিনায়ক। লড়াইয়ে ছিল কেকেআরও। তবে পিছিয়ে আসে শাহরুখের দল।
১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনে নেয় লেগস্পিনারকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ভারতীয় স্পিনার হলেন চাহাল। প্রথম বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের গণ্ডি পেরিয়েছেন চাহাল। তাঁর উইকেট তোলার দক্ষতাকে সম্ভ্রমের চোখে দেখে সব দলই। এবার নতুন চ্যালেঞ্জ চাহালের সামনে।
৭ কোটি ৫০ লক্ষ টাকায় ডেভিড মিলারকে কিনল লখনউ সুপার জায়ান্টস।
১০ কোটি টাকায় মহম্মদ শামিকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। দর হাঁকলেও শেষ পর্যন্ত পিছিয়ে এল কেকেআর ও সিএসকে।
ঋষভ পন্থ। যাঁকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। জানা গিয়েছিল, তাঁর সঙ্গে মতের মিল না হওয়ায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে। তাঁর জন্য ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম হাঁকে লখনউ সুপার জায়ান্টস। দিল্লিও জানিয়ে দেয় যে, তাঁরা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে। সেই অনুযায়ী লখনউকে সর্বোচ্চ দর জানাতে বলা হয়। ২৭ কোটি টাকা দর দেয় লখনউ। তাতে দিল্লি আর আরটিএম ব্যবহার করেনি। রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিল লখনউ।
১১ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনল দিল্লি ক্যাপিটালস।
১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় জস বাটলারকে কিনে নিল গুজরাত টাইটান্স।
২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনে নিল পাঞ্জাব কিংস। এত অর্থে এর আগে কোনও ক্রিকেটার কোনওদিন বিক্রি হননি।
১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কাগিসো রাবাডাকে দলে নিল গুজরাত টাইটান্স।
শুরুতেই বিক্রি হলেন অর্শদীপ সিংহ। ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। দর হাঁকতে শুরু করে চেন্নাই সুপার কিংস। লড়াই শুরু করে দিল্লি ক্যাপিটালস। পরে দরাদরি শুরু করে গুজরাত টাইটান্স। পরে যোগ দেয় আরসিবি, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ তাঁর জন্য শেষ দর দেয় ১৮ কোটি টাকা। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ১৮ কোটি টাকায় তাঁকে কিনল পাঞ্জাব কিংস।
শুরু হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। সব খবর সরাসরি জানচে চোখ রাখুন এবিপি লাইভ বাংলায়।
২ বছর আর ৩ মরশুম পরে ফের আইপিএলের মেগা নিলামের আসর বসছে। দশ দলই নিজেদের দলগঠনের নকশা নিয়ে তৈরি।
তিন ভারতীয় নাম নিয়ে নিলামে জোরদার চর্চা। কে এল রাহুল, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। তিনজনই দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার উঠছেন নিলামে।
২টি তালিকায় মোট ১২ জন মার্কি ক্রিকেটার নিলামে উঠবেন। প্রথম তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, জস বাটলার, অর্শদীপ সিংহ, কাগিসো রাবাডা ও মিচেল স্টার্ক। দ্বিতীয় তালিকায় রয়েছেন কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
সব মিলিয়ে দুদিনে নিলামের টেবিলে উঠছেল ৫৭৭ ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩৬৭ জন ভারতীয় আর ২১০ জন বিদেশি। ১০ দল সব মিলিয়ে ২০৪ ক্রিকেটারকে দলে নিতে পারবে। যাঁদের মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে।
রবিবার ১২টি সেটে মোট ৮৪ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় শুরু হবে মেগা অকশন।
প্রেক্ষাপট
জেড্ডা: অস্ট্রেলিয়ার পারথে প্রথম টেস্টে দাদাগিরি দেখাচ্ছে ভারতীয় দল। তার মাঝেই সকলের নজর রবিবার মরুদেশের এক শহরে। সংযুক্ত আরব আমিরশাহির জেড্ডায় বসছে আইপিএল নিলামের (IPL Mega Auction) আসর। মেগা অকশন থেকে দশ দল নিজেদের ঘর গুছিয়ে নেবে। দুদিনের নিলামের প্রথম দিন রবিবার। কার ঝুলিতে যাবেন কোন ক্রিকেটার, কোন দল দেবে চমক, কার দল আকাশছোঁয়া হবে, সবচেয়ে শক্তিশালী দল গড়বে কোন ফ্র্যাঞ্চাইজি? আইপিএল নিলামের (IPL Auction) সব খবরের টাটকা আপডেট এবিপি লাইভ বাংলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -