মুম্বই : কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় দিনের নিলামপর্ব। প্রথম দিনে ৯৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। আজ দ্বিতীয় দিনে কোন কোন ক্রিকেটারকে তুলতে ঝাঁপায় ফ্র্যাঞ্চাইগুলি সেটাই এখন দেখার। আজ নিলাম উঠছেন- অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুসানে, ডেভিস মালান, ইয়ন মর্গান, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানের মতো তারকা ব্যাটাররা । আজ নিলামে উঠবে ৯৩ জন ভারতীয় ক্রিকেটার ও ৫০ জন বিদেশি। নিলামপর্বরে জন্য আর ১৭৩.৪ কোটি টাকা পড়ে আছে আইপিএল দলগুলির।


একনজরে প্রথমদিনের নিলামপর্ব-


গতকাল নিলামের শুরুতেই বড় বাজিমাত করে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নেয় শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কেনে কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় কেকেআর।


এদিকে আইপিএলের (IPL) ইতিহাসে কোনও ক্রিকেটারের জন্য নিলামে এত টাকা খরচ করেনি চেন্নাই সুপার কিংস (CSK)। সব নজির ভেঙে শনিবার ১৪ কোটি টাকায় দীপক চাহারকে তুলে নেয় মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল। চাহার গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে দলের অন্যতম সফল যোদ্ধা। গোটা টুর্নামেন্টে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর। শনিবার নিলামে তাঁকে নিতে দর কষাকষি শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। পরে বাজিমাত করে সিএসকেই।


আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক দাম পেয়েছেন ঈশান কিষাণ। নিলামের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স আজ পর্যন্ত কখনও ১০ কোটি টাকার বেশি কারও জন্য খরচ করেনি। কিন্তু এই প্রথমবার ১৫ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করল তারা একজন ক্রিকেটারের পেছনে। নিলামের আগে ইশান কিষাণকে ছেড়ে দিয়েছিল মুম্বই। কিন্তু এবার তাঁকেই ফের দলে নিয়ে নিল আম্বানির দল। 


এদিকে, আসন্ন আইপিএলে একসঙ্গে খেলা হচ্ছে না পাণ্ড্য ভাইরা। ছোট ভাই হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) আগেই তুলে নিয়েছে আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স। তাঁকে দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে। আর শনিবার ছিল দাদার ভাগ্যপরীক্ষা। ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya) উঠেছিলেন নিলামে। তাঁকে নিয়ে দর কষাকষি শুরু হয়েছিল পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের। এরপর দর কষাকষিতে যোগ দেয় লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষ মুহূর্তে দাদাকে পেতে মরিয়া লড়াই শুরু করে ভাই হার্দিকের দল গুজরাত টাইটান্স। ৮ কোটি পর্যন্ত দর হাঁকা হয় ক্রুণালের জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে একই দলে খেলার স্বপ্নপূরণ হল না ক্রুণালের। ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল লখনউ সুপার জায়ান্টস।