নয়াদিল্লি: আইপিএল পরবর্তী মরশুম ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ট্রেডিংয়ের মাধ্যমে দলবদল শুরু হয়ে গিয়েছে। অবশ্য সরকারিভাবে এখনও নিলামের দিনক্ষণ জানানো হয়নি। তবে ডিসেম্বরেই যে মোটামুটি নিলামের আয়োজন হবে, তা নিশ্চিতই ছিল। এবার জোর জল্পনা ১৬ ডিসেম্বরই নিলামের (IPL Auction) আয়োজন হতে পারে।

Continues below advertisement

এবারে মেগা নয়, মিনি নিলাম আয়জিত হবে। প্রতিবারের মতোই এই মিনি নিলামও একদিনব্যাপীই হবে। পরশুদিন অর্থাৎ ১৫ নভেম্বরে দুপুর তিনটের মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে বলে খবর। তারপর রেজিস্টার করা ক্রিকেটারদের একটি তালিকা সব ফ্র্যাঞ্চাইজিকে পাঠানো হবে। সেখান থেকে তারা নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে একটি ছোট তালিকা তৈরি করবে। তারপরেই সব ফ্র্যাঞ্চাইজিদের বাছা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে আইপিএলে নিলাম।

গত দুইবার মরুদেশ আইপিএলের নিলামের আসর বসেছিল। এ বছর প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল এ দেশেই নিলামের আসর বসতে পারে। তবে তা হচ্ছে না বলে পূর্বাভাস পাওয়া গিয়েছিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে, অর্থাৎ এ বারও দেশের বাইরেই আইপিএল নিলামের আসর বসতে চলেছে বলে দাবি করা হচ্ছে।

Continues below advertisement

নিলামের অবশ্য এখনও খানিকটা সময় বাকি থাকলেও, ট্রেড উইন্ডো খোলা রয়েছে। মরশুম শেষের পরেই এই উইন্ডো খুলে যায়। ট্রেড উইন্ডো নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত খোলা থাকে। তারপর আবার নিলাম শেষে আইপিএলের মরশুম শুরু হওয়ার এক মাস আগে পর্যন্ত খোলা থাকবে। এই ট্রেড উইন্ডোতে অনেক খেলোয়াড়ের দল বদলের খবর শোনা যাচ্ছিল। তবে এই প্রথম পাকাপাকিভাবে দুই ক্রিকেটারের ট্রেডের মাধ্যমে দল বদলের কথা সরকারিভাবে ঘোষণা করা হল। দুইজনেই কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সেই যোগ দিলেন। কারা তাঁরা?

এই দুই তারকা যথাক্রমে শার্দুল ঠাকুর ও শারফেন রাদারফোর্ড। শার্দুল দুই কোটি টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস থেকে এবং ২ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে শারফেন রাদারফোর্ড গুজরাত টাইটান্স থেকে যোগ দিলেন। শার্দুল রঞ্জিতে মুম্বইয়ের হয়ে খেললেও সেই শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি। এবার সেই সুযোগ আসতে চলেছে। অপরদিকে, রাদারফোর্ড কিন্তু একদা মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন। ২০২০ সালে পল্টনদের হয়ে আইপিএল খেতাবও জেতেন তিনি। তবে সেইবার কোনও ম্যাচ খেলেননি তিনি। এবার সেই সুযোগ মেলে কি না, সেটাই দেখার।