চণ্ডীগড়: ভারতীয় দলের হবু টেস্ট অধিনায়ক তিনি। ইংল্যান্ড সফর থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে গিল-জমানা। তবে তার আগে আইপিএল জয়ের লক্ষ্যে এলিমিনেটরে (IPL Eliminator) আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (GT vs MI) মাঠে নেমেছেন শুভমন গিল (Shubman Gill)। গুজরাত টাইটান্সের অধিনায়ক তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে আজকের ম্যাচেই পল্টন ওপেনারদের আক্রমণে মুখে কার্যত অসহায় শুভমন মেজাজ হারালেন।

ঘটনাটি মুম্বইয়ের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারের। এমনিতেই এলিমিনেটরে টাইটান্স ইনিংসের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। রোহিত শর্মার একাধিক ক্যাচ ফেলেন টাইটান্সের ফিল্ডাররা। উপরন্তু, রোহিত আর জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে কার্যত নাজেহাল অবস্থা হয় টাইটান্সদের। এমন পরিস্থিতিতে সাফল্য লাভের আশায় এ মরশুমে দলের সফলতম বোলার প্রসিদ্ধ কৃষ্ণর হাতে বল তুলে দেন গিল। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। প্রথম বলেই প্রসিদ্ধর বলকে মাঠের বাইরে পাঠান বেয়ারস্টো। সার্কেলে দাঁড়ানো শুভম গিল স্বাভাবিকভাবে গোটা বিষয়ে একটুও সন্তুষ্ট ছিলেন না। তাঁর বোলার ছক্কা খাওয়ার পরেই শুভমনকে চিৎকার করতে দেখা যায়।

 

 

শেষমেশ তাতেও কিছু বদলায়নি। কিছুটা ভাগ্য আর কিছুটা দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে বেয়ারস্টো ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন। ২৬ রান খরচ করেন প্রসিদ্ধ। চাপের মুখে ভারতীয় অধিনায়কের এমন মেজাজ হারিয়ে চিৎকার ঘটনাটিই সকলের নজর কেড়ে নেয়। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে গিলের ওপর গুরুদায়িত্ব। অনেক চাপের মুখেও তাঁকে পড়তে হবে। তবে তার আগে আইপিএলে এই ঘটনায় শুভমনের আচরণে অনেকেই ভ্রু কুঁচকান। 

প্রসঙ্গত, এলিমিনেটর মানেই একটাই সুযোগ। এই ম্যাচে যে দল জিতবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। আর পরাজিত হলে সব শেষ। মরণ-বাঁচন পরিস্থিতিতে দুই দলই এক ঝাঁক পরিবর্তন করল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দলে তিন-তিনটি পরিবর্তন করার কথা ঘোষণা করেন হার্দিক। জানালেন, জনি বেয়ারস্টো খেলছেন এলিমিনেটরে। সঙ্গে খেলছেন রিচার্ড গ্লিসন। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর। সঙ্গে খেলানো হচ্ছে রাজ অঙ্গদ বাওয়াকে।