IPL Final 2021, KKR vs CSK Live : ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল খেতাব জিতল চেন্নাই সুপার কিংস
IPL 2021, Match 60, KKR vs CSK: দুবার ফাইনালে উটে দুবারই খেতাব জিতেছে কেকেআর। অপরদিকে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের এটি নবম ফাইনাল
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তুলল কলকাতা নাইট রাইডার্স। যার জেরে ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল খেতাব জিতে নিল চেন্নাই সুপার কিংস।
রাহুল ত্রিপাঠি (২) ও কেকেআর অধিনায়ক ইয়োন মর্গ্যানও (৪) ফিরলেন সাজঘরে। ১৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৮ উইকেটে ১২৭ রান কেকেআরে। ম্যাচ কার্যত পকেটে পুরে ফেলেছে সিএসকে।
শুবমান গিল (৫১) ও দীনেশ কার্তিক (৯) ও শাকিব আল হাসানও (০) সাজঘরে ফিরলেন। ১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৬ উইকেট ১২০ রান।
অর্ধশতরান করলেন শুবমন গিল। ১৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ১০৮ রান।
আরও একটা উইকেট খোয়াল কলকাতা শিবির। জস হ্যাজেল উডের শিকার সুনীল নারায়ণ (২)। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৯৯।
শার্দুল ঠাকুরের বলে মারতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে বসলেন ভেঙ্কটেশ আইয়ার। ৯১ রানের মাথায় প্রথম উইকেট খোয়ালো কলকাতা নাইট রাইডার্স। ১২ তম ওভারের শেষ বলে খাতা খুলতে না পেরে ডুপ্লেসির হাতে ক্যাচ দিয়ে বসলেন নীতিশ রাণা।
অভিনব জীবনদান শুবমান গিল। রবীন্দ্র জাদেজার বলে মারতে গিয়ে সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি, কিন্তু দুবাইয়ে মাঠের কংক্রিটের ছাদে বল লেগে যাওয়ায় বলটি বাতিল ঘোষণা করেন আম্পায়ার।
৩১ বলে ৫টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অর্ধশতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার।
৫০ রানের গণ্ডি টপকে গেল কলকাতা। পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে ওপেনাররা জুড়লেন ৫৫ রান।
ওপেনিং জুটিতে ভাল শুরু কলকাতা নাইট রাইডার্সের। ৫ ওভারের শেষে বিনা উইকেটে কেকেআরের স্কোর ৪৭। ভেঙ্কটেশ ব্যাট করছেন অপরাজিত ২৯ রানে, সঙ্গে শুবমন অপরাজিত ১৭ রানে।
জস হ্যাজেলউডের বলে জীবনদান পেলেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর ক্যাচ ফসকালেন মহেন্দ্র সিংহ ধোনি। ২ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৬ রান।
২০ ওভারের ৩ উইকেট ১৯২ রান তুলল চেন্নাই সুপার কিংস। ৮৬ রান দু প্লেসির।
দুরন্ত ব্যাটিং নিদর্শন ডু'প্লেসির। ৫৪ বলে ৭ টি চার ও ৩টি ছক্কা অপরাজিত ৮০ রানে ব্যাট করছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার।
১৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৫৩ রান।
দ্বিতীয় উইকেট পেল কেকেআর। রবীন উথাপ্পাকে (৩১) লেগ বিফোর করলেন সুনীল নারায়ন। ১৩.৩ ওভারের শেষে সিএসকে-র স্কোর ২ উইকেটে ১২৪।
প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেটেও ৫০ রানের বেশি পার্টনারশিপ চেন্নাইয়ের ব্যাটসম্যানদের।
১০০ রান টপকে গেল সিএসকে। ১২ ওভার ২ বলের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ১১২। অর্ধশতরান সম্পূর্ণ করে ৫৫ রানে খেলছেন ডু প্লেসি। উথাপ্পা খেলছেন অপরাজিত ২২ রানে।
নবম ওভারের প্রথম বলে প্রথম উইকেট হারাল চেন্নাই। সুনীল নারায়নের বলে মিড অফে শিবম মাভির ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরলেন রুতুরাজ গায়কোয়াড় (৩২)। চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৬১।
পাওয়ার প্লে-তে চলল রুতুরাজ গায়কোয়াড় (অপরাজিত ২৬) ও ফাফ ডু প্লেসির (অপরাজিত ২২) ব্যাট। ৬ ওভারের শেষে বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলল চেন্নাই সুপার কিংস।
ঝোড়ো শুরু চেন্নাই সুপার কিংসের। ৪ ওভারের শেষে বিনা উইকেটে ৩৪ রান তুলে ফেলেছে সিএসকে।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান।
প্রথম লেগে ধারাবাহিকতার অভাব থাকলেও দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিএসকে। সংযুক্ত আরব আমিরশাহিতে পারফরম্যান্সের দিক থেকে অবশ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ইয়ন মর্গ্যানের দল। এবার তাদের হাতে খেতাব ওঠে কি না, সেটাই দেখার।
আইপিএলে দু-বছরের নির্বাসন পর্ব কাটিয়ে ফিরে ২০১৮ সালে তৃতীয়বার আইপিএল খেতাব জেতে চেন্নাই সুপার কিংস।
২০১০ ও ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফাইনালে হারিয়ে পরপর দুবার আইপিএল খেতাব জিতেছিল চেন্নাই সুপার কিংস।
২০০৮ সালে আইপিএলের প্রথম ফাইনালে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে।
গতবার আইপিএল তাদের অষ্টম ফাইনালে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের।
প্রেক্ষাপট
দুবাই : হাজির বহুপ্রতীক্ষিত সেই ম্যাচ। আইপিএল ২০২১-র ফাইনাল। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০১২ ও ২০১৪ দু'বার ফাইনাল খেলে জোড়া খেতাব এসেছে নাইটদের ঝুলিতে। অপরদিকে আইপিএলের ইতিহাসে অন্যতম ধারাবাহিক চেন্নাই সুপার কিংসের এটি নবম ফাইনাল। যদিও ২০১০, ২০১১ ও ২০১৮-মাত্র তিনবারই খেতাব জিতেছে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সিএসকে।
২০১২ সালের ফাইনালে চেন্নাইয়ের আইপিএল খেতাবজয়ের হ্যাটট্রিকের স্বপ্ন চুরমার হয়েছিল কেকেআরের হাতেই। সেই একবারই ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। হেড টু হেডে চেন্নাই অনেকটাই এগিয়ে থাকলেও ফাইনালের বিচারে কেকেআরের অ্যাডভান্টেজ। তবে এবারের আইপিএলের পরিস্থিতি একেবারেই ভিন্ন, করোনার আক্রমণের জেরে ভারতে প্রথম পর্ব চলাকালীন থেমে গিয়েছিল আইপিএল। কোভিডের ধাক্কা কিছুটা সামলে ওঠার পর সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব আয়োজিত হচ্ছে।
ভারতে আয়োজিত প্রতিযোগিতায় কেকেআর খুব একটা ভাল জায়গায় না থাকলেও সংযুক্ত আরব আমিরশাহিতে ভাল পারফরম্যান্সের সুবাদে ফাইনালে স্থান পাকা করেছে ইয়োন মর্গ্যান বাহিনী। আর যা দেখেই আশাবাদী নাইঠ ভক্তরা। আগের যে দুবার কেকেআর খেতাব জিতেছিল, দুবারই কঠিন জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে সেরার শিরোপা মাথায় উঠেছিল তাদের। এবারেও খেতাবের হ্যাটট্রিক হয় কি না, সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -