কলকাতা: বাংলাদেশ প্রিমিয়র লিগে দুরন্ত ছন্দে রয়েছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। পরপর পাঁচ ম্যাচে সেরা হয়ে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন। তবে তার দিন দু'য়েকের মধ্যেই আইপিএল নিলাম (IPL Mega Auction) হলেও, অবিক্রিতই রয়ে গেলেন শাকিব আল হাসান।


বাংলাদেশের তারকা অলরাউন্ডার গত বছরও ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি বিশ্বের দুই নম্বর অলরাউন্ডারও বটে। তাঁর অবিক্রিত থাকাটা বেশ বিস্ময়করই। অতীতে এই আইপিএলের জন্যই দেশের খেলাকে অগ্রাহ্য করার অভিযোগ উঠেছিল শাকিবের বিরুদ্ধে। এবার সেই আইপিএল থেকে বাদ পড়তে হল তাঁকে। এই ঘটনায় কিন্তু শাকিবের নিন্দুকেরা বেশ মজাই পেয়েছিলেন। তবে এক পোস্টে শাকিবের আইপিএল নিলামে অবিক্রিত থাকার আসল কারণ ফাঁস তরে নিন্দুকদের কড়া জবাব দিলেন তাঁর স্ত্রী শিশির। 


নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শিশির লেখেন, ‘বেশ উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে রাখি, গোটা টুর্নামেন্ট খেলতে পারবে কি না জিজ্ঞেস করে ওকে সরাসরি দুই দল যোগাযোগ করেছিল। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজ থাকায় তা সম্ভব নয়। এই কারণেই ও অবিক্রিত থেকে যায়, যেটা খুব একটা বড় সমস্যা নয়। এটাই শেষ নয়, পরের বছর আবার সুযোগ আসবে। আইপিএল খেলতে গেলে ওকে শ্রীলঙ্কা সিরিজ থেকে সরে দাঁড়াতে হতো, সেটা কি খুব ভাল হতো? ততক্ষণে তো ওকে বিশ্বাসঘাতক বানিয়ে দেওয়া হতো, তাই না? উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।’


বাংলাদেশ মার্চেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে, যেখানে দুই টেস্টের সিরিজ ১১ এপ্রিল পর্যন্ত চলার কথা। এদিকে আইপিএলের সম্ভবত ২৭ মার্চ থেকে শুরু হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। রামধনুর দেশ থেকে ভারতে এসে শাকিবকে পাঁচদিন নিভৃতবাসেও কাটাতে হবে। ফলে মোটামুটি শুরু ছয় ম্যাচ মতো তিনি খেলতে পারবেন না, এমনটা ধরেই নেওয়া যায়। আবার মে মাসেই শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে আসবে। সুতরাং, টুর্নামেন্টের শেষের দিকেও তাঁকে পাওয়া চাপের। এই সূচিই শেষমেশ শাকিবের আইপিএল খেলার অন্তরায় হয়ে দাঁড়াল।


চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর, সুন্দরও, দলে কুলদীপ যাদব