বেঙ্গালুরু: নিলামে প্রথম দিন উপেক্ষিত ছিলেন। যা দেখে অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। নিলামের দ্বিতীয় দিন স্বস্তি ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) জন্য। দল পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। আগামী আইপিএলে তিনি খেলবেন হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের হয়ে। তাঁর ন্যূনতম দর ছিল এক কোটি টাকা। ঋদ্ধির জন্য দর হেঁকেছিল চেন্নাই সুপার কিংসও। অবশেষে গুজরাত তাঁকে দলে নিল। এক কোটি ৯০ লক্ষ টাকা দাম উঠল অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের।


ভারতীয় দল থেকে তাঁকে নাকি বলে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতের দিকে তাকাতে চাইছে তারা। যে কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে তাঁকে না রেখে কে এস ভরতকে দলে রাখা হতে পারে। যে হতাশায় রঞ্জি ট্রফি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।


সেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবার আইপিএলের (IPL) নিলামের টেবিলেও উপেক্ষিত ছিলেন প্রথম দিন। তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। কিন্তু বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে শনিবার আগ্রহ দেখায়নি কোনও দলই। তাই নিলামে প্রথম দফায় অবিক্রিতই থেকে গিয়েছিলেন ঋদ্ধি। সেই ঋদ্ধি, বিরাট কোহলি পর্যন্ত যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে মেনে নিয়েছেন। অবশেষে রবিবার স্বস্তি বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য ।


পঞ্জাব কিংস তাঁকে রিটেন করেনি। কে এল রাহুলকে (KL Rahul) এবার তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তাঁকে দলের অধিনায়কও করা হয়েছে। তবে রাহুলকে চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে দিতে চায় আইপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি। অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েই ভাবুন রাহুল, উইকেটকিপিং নিয়ে তাঁকে ভাবতে হবে না, এমনই অবস্থান নিয়েছে এলএস ।


দলের মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, 'আমরা কুইন্টন ডি'ককের মতো কাউকে চেয়েছিলাম। কারণ কে এলকে উইকেটকিপিংয়ের দায়িত্ব থেকে অব্যহতি দিতে চেয়েছিলাম। কারণ উইকেটকিপিং, নেতৃত্ব ও ব্যাটিং, সব একসঙ্গে করাটা চাপের। সেই কারণেই কুইন্টনকে নেওয়া।'