আবু ধাবি: পুরো ১৬ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে তাঁকে কিনেছিল রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। অথচ ক্রিস মরিসের পারফরম্যান্সে হতাশ রাজস্থান রয়্যালস। মরিস যেভাবে আইপিএলের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহিতে বল হাতে রান বিলিয়ে চলেছেন, তাতে চিন্তায় রয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কুমার সঙ্গকারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ম্যাচে পরাজয়ের পরে সাংবাদিক সম্মেলনে এসে মরিস নিয়ে মুখ খুললেন সঙ্গকারা। তিনি জানালেন, মরিস নিজেও জানেন যে, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে নিজের সেরাটা দিতে পারছেন না। 


বুধবার ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ছন্দ হাতড়ে বেড়ানো ক্রিস মরিস সম্বন্ধে দলের ক্রিকেট ডিরেক্টর সঙ্গকারা বলেন, ‘ক্রিস মরিস প্রথমার্ধে আমাদের জন্য দুর্দান্ত খেলছিল এবং ও টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে সেই পারফর্ম করেনি যা আমরা ওর থেকে আশা করেছিলাম। ও জানে এবং আমরাও সেটা জানি। চার ওভারে ৫০ রান, শেষ ওভার ছিল ম্যাচের শেষ।’


তবে মরিসের ওপর দায় চাপাতে নারাজ সঙ্গকারা। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘আমরা আমাদের ফ্র্যাঞ্চাইজিতে দোষারোপের খেলা খেলি না। আমরা জিতি এক সঙ্গে, হারি এক সঙ্গে। আমরা প্রশিক্ষণ এবং ম্যাচে একই মনোভাব নিতে পছন্দ করি। আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, আমাদের ব্যাটিং দারুণ কিছু হয়নি এবং আমরা সবাই এটা জানি। খেলোয়াড়রা সেটা জানে। তাই আমরা বিষয়গুলো সহজ রাখার চেষ্টা করব। প্র্যাক্টিসের উপর জোর দেব এবং আমরা যে বিষয়ে পরিকল্পনা করেছি তা কীভাবে বাস্তবায়িত করা যায় তার পরিকল্পনা করব। আমরা এখনও সম্পূর্ণ দক্ষতা অনুযায়ী খেলা দেখাতে পারিনি। আমরা মাঝে মাঝে আমাদের ব্যাটিংয়ে ভালো ছিলাম, আবার কখনও বোলিংয়েও ভাল ছিলাম। কিন্তু আমরা এখনও দল হিসাবে পারফরম্যান্স করতে পারিনি। সেটাই আমরা খুঁজে বেড়াচ্ছি।’


এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। শেষ তিন ম্যাচে হারতে হয়েছে তাদের। এখন জয়ের পথ খুঁজছেন সঞ্জু স্যামসনরা। প্লে অফের জন্য তাঁদের সামনে জটিল অঙ্ক।