কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এবারের আইপিএলের (IPL 2025) বোধন। ২২ মার্চ, শনিবার প্রথম ম্যাচেই ধুন্ধুমার লড়াই। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 


সেদিনই ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনও। জমকালো অনুষ্ঠান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ? শ্রেয়া ঘোষালের গান। সঙ্গে দিশা পাটানির নাচের পারফরম্যান্স। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল।


গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দশ বছর পর ট্রফি এসেছিল নাইট শিবিরে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল  শাহরুখ খান, জুহি চাওলার দল।


আইপিএলের নিয়ম হল, যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বার টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল হয় সেই দলেরই শহরে। সেই নিয়ম মেনেই এবারের আইপিএলের উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে।


 






২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। জাদু হ্যায় নশা হ্যায়... থেকে শুরু করে শুন রহা হ্যায় তু... বলিউডকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রেয়া। তাঁর জনপ্রিয়তা গগনচুম্বী। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন আপামর শ্রোতারা। সেই শ্রেয়াকেই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে মঞ্চে। গান পরিবেশন করবেন তিনি। 


 






সঙ্গে থাকবে দিশা পাটানির পারফরম্যান্স। নাচে মঞ্চ মাতাবেন দিশা। তাঁর সঙ্গে ক্রিকেটের একটা যোগও রয়েছে। কীরকম? মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক - ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে ক্যাপ্টেন কুলের প্রথম প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল দিশাকে। 


শনিবার সাড়ে সাতটায় শুরু হবে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। তার আগে, সন্ধ্যা ৬টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন শ্রেয়া ও দিশা।