মুম্বই: হাতে গোনা কয়েকটি দিন বাকি আর। এরপরই ঢাকে কাঠি পড়ে যাবে আইপিএলের। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সবগুলো দলই। দেশীয়, বিদেশি তারকারা সবাই চলে এসেছেন প্রতিটি দলেরই। তবে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা চাপে, কারণ দলের তারকা বোলার জসপ্রীত বুমরাকে টুর্নামেন্টের লিগ পর্যায়ের বেশ কয়েকটি ম্য়াচে হয়ত পাওয়া যাবে না। এটা যে দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে, তা মেনে নিলেন দলের কোচ মাহেলা জয়বর্ধনে।


পিঠের নীচের দিতে চাপজনিত কারণে সিডনি টেস্টের মাঝেই ছিটকে গিয়েছিলেন। এরপর থেকে আর মাঠে নামতে পারেননি। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন না বুমরা। অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্য়াব সারছেন বুমরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মাহেলা জয়বর্ধনে বলেন, ''বুমরা এই মুহূর্তে ন্য়াশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাব সারছেন। ও ধীরে ধীরে ফিরে আসছে ক্রিকেটে। আমাদের এখন শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। বিসিসিআইয়ের মেডিক্যাল দল কী বলছে, তা দেখতে হবে। বুমরা বিশ্বের এক নম্বর বোলার। ও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামুক, এটাই চাইব আমরা। আমরা বহু ম্য়াচ জিতিয়েছে বুমরা। ওর না থাকাটা সত্যিই আমাদের কাছে বেশ চ্যালেঞ্জিং হতে পারে।''


তবে বুমরার না থাকাটা তরুণ প্লেয়ারদের কাছে মঞ্চ তৈরি করে দেবে বলে মনে করেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক। জয়বর্ধনে বলেন, ''আমাদের আরও কিছু বোলার রয়েছে, যারা এই সুযোগটা কাজে লাগাতে পারবে। নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে তারা। আশা করি দলকে বড় কোনও বিপদে পড়তে হবে।''


এদিকে, এ বারের আইপিএলের প্রথম ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন হার্দিক। ঘটনাটি গত বারের আইপিএলে পল্টনদের শেষ ম্যাচের। লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের নির্ধারিত সময়ে ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই অধিনায়ক হার্দিককে ৩০ লক্ষ টাকার জরিমানা ও এক ম্যাচের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়। আইপিএলের নিয়ম অনুযায়ী মরশুমে তিনটি ম্যাচে দল নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে না পারলে, তৃতীয় দফার পর দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিকের ওপরে এই নিয়ম লাগু হওয়ায় তিনি মুম্বইয়ের হয়ে মরশুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।