কলকাতা: আইপিএলে (IPL) ২ বারের চ্যাম্পিয়ন দল। ২০১২ ও ২০১৪ মরশুমে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে ২ বারই খেতাব জিতেছে কেকেআর। কিন্তু জানেন কি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সিতে আজ পর্যন্ত আইপিএলের ইতিহাসে কে কে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জিতেছেন?


২০০৮ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন শন মার্শ। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির তৎকালীন নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সেই দলেই ছিলেন মার্শ। তিনি মোট ১১ ম্য়াচে ৬১৬ রান করেছিলেন। কেকেআরের জার্সিতে সেবার সবচেয়ে বেশি রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তবে প্রথম দশেও ছিলেন না তিনি। ১৩ ইনিংস খেলে ৩৪৯ রান করেছিলেন প্রাক্তন নাইট অধিনায়ক। তিনটি অর্ধশতরান ছিল তাঁর ঝুলিতে। সর্বোচ্চ করেছিলেন ৯১ রান।


২০০৯ সালে অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন সিএসকের ম্য়াথু হেডেন। মোট ৫৭২ রান করেছিলেন তিনি। সেবার কেকেআরের ব্র্যাড হজ দলের হয়ে সবচেয়ে বেশি ৩৬৫ রান করেছেন ১২ ম্য়াচে। ২০১০ সালে সচিন তেন্ডুলকর অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন ১৫ ম্য়াচে ৬৭৮ রান করে। সেবারও কেকেআরের জার্সিতে সর্বোচ্চ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ১৪ ইনিংসে ৪৯৩ রান করেছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। ব্য়ক্তিগত সর্বােচ্চ ছিল ৮৮। ২০১১ মরশুমে ক্রিস গেল আরসিবিতে ছিলেন। তিনি সেবার অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন ১২ ইনিংসে ৬০৮ রান করে। কলকাতার হয়ে সর্বোচ্চ ৪২৪ রান করছিলেন জ্যাক কালিস। ২০১২ সালে কেকেআরের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন গৌতম গম্ভীর। তিনি ১৭ ম্য়াচে ৫৯০ রান করেছিলেন। শীর্ষে ছিলেন ক্রিস গেলই।  


২০১৩ সালে সিএসকে ওপেনার মাইক হাসি অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন ৭৩৩ রান করে। সেবার কেকেআরের জার্সিতে গৌতম গম্ভীর ৪০৬ রান করে দলের তরফে সর্বাধিক রানের মালিক ছিলেন। ২০১৪ আইপিএলে অবশেষে অরেঞ্জ ক্যাপ দখল করেন রবিন উথাপ্পা। তিনি ৬৬০ রান করেন ১৬ ইনিংসে। এরপর থেকে ২০২৩ মরশুম পর্যন্ত আর কোনও কেকেআরের ব্যাটার অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি। একবার অরেঞ্জ ক্যাপ জিতলেও পার্পল ক্য়াপ এখনও পর্যন্ত কেকেআরের জার্সিতে খেলে কোনও বোলার জিততে পারেননি। ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম বছরে এই খেতাব জিতেছিলেন রাজস্থান রয়্যালসের বোলার সোহেল তনভীর।


আরও পড়ুন: ঘরের মাঠে পাঁচ ম্যাচের পরীক্ষায় নামার আগে কালীঘাটে প্রার্থনা কেকেআর মেন্টর গম্ভীরের