বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2024) জয়ের সরণিতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টানা তিন ম্য়াচে হারের পর ফের দু ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। কিন্তু অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) উপস্থিতি যেন এখনও মানতে পারছেন না মুম্বই সমর্থকরা। প্রতি ম্য়াচেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে যখনই হার্দিক টস করত নামছেন, বা যখনই ব্যাট করতে নামছেন, তখনই গ্যালারি রোহিত রোহিত বলে চিৎকার করে উঠেছেন। আবার কখনও ফিল্ডিংয়ের সময়ও তাঁকে নিয়ে বিদ্রুপ করেছেন গ্যালারিরর দর্শকরা। গতকাল আরসিবির বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৬ বলে ২১ রানের ইনিংস খেলেন বঢোদরার অলরাউন্ডার। কিন্তু গতকালও যখন মাঠে নেমেছিলেন, সেই সময় অনেকেই চিৎকার করে উঠেছিলন রোহিত রোহিত বলে। সেই সময়ই বিরাট কোহলি সমর্থকদের উদ্দেশে বার্তা দেন।


গতকাল হার্দিক যখন মাঠে নামেন, তখন গোটা মাঠ বিদ্রুপ করছিলেন হার্দিকের। সেই সময় ফিল্ডিং করছিলেন বিরাট। এর আগেও ২০১৯ বিশ্বকাপের সময় স্টিভ স্মিথকে যখন বল বিকৃতি কাণ্ডের  বিদ্রুপ করা হয়েছিল। তখনও নিজে এগিয়ে এসেছিলেন বিরাট। হাত মিলিয়েছিলেন স্মিথের সঙ্গে। দর্শকদের অনুরোধ করেছিলেন যাতে স্মিথের বিরুদ্ধে এভাবে না বলা হয়। গত মরশুমে নবীন উল হকের সঙ্গে আইপিএলের মঞ্চে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট। এরপর ভারত-আফগানিস্তান ম্য়াচে স্টেডিয়ামের দর্শকরা আফগান তারকার বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু সেখানেও বিরাট কোহলি এগিয়ে এসে মাঠ থেকেই বার্তা দিয়েছিলেন যে কোনওভাবেই যেন একজন ক্রিকেটারকে বিদ্রুপ না করা হয়।


 






গতকাল হার্দিক পাণ্ড্যর বিরুদ্ধে যখন মাঠে আওয়াজ তুলছিলেন মাঠের দর্শকরা, তখনও বিরাট হাত নেড়ে সবাইকে চুপ হতে বলেন। আরসিবির হয়ে খেললেও হার্দিকের সঙ্গে দর্শকদের এমন ব্য়বহার কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না কোহলি। তিনি বারবার হাত নাড়তে থাকেন আর দর্শকদের অনুরোধ করতে থাকেন, যাতে কেউ এভাবে হার্দিককে বিদ্রুপ না করেন। 


গতকাল ব্যাট হাতে যদিও বিদ্রুপের জবাব দিয়েছিলেন। এসে প্রথম বলেই ছক্কা হাঁকান বঢোদরার অলরাউন্ডার। এরপরও থামেননি তিনি। সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের জয় এনে দিতে সাহায্য করেন।


আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে শীর্ষেই কিং কোহলি, প্রথম পাঁচেই চলছে অদলবদল