মুম্বই: বুধবার, ৩১ জুলাই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সব দলের কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইমপ্যাক্ট খেলোয়াড়, মেগা নিলাম থেকে খেলোয়াড় রিটেনশন, এমন না না বিষয় নিয়ে চর্চা হয় সেই বৈঠকে। 


এ বছরের আইপিএল চলাকালীনই বিশেষ করে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম নিয়ে জোর আলোচনা হয়। এই নিয়মের ফলে অনেকের মতেই অলরাউন্ডাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই কারণেই বৈঠকে দিল্লির তরফে এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করা হয়। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল (Parth Jindal) জানান অনেক ফ্র্যাঞ্চাইজিই এই নিয়মের পক্ষে সওয়াল করেন, কারণ তাতে তরুণরা সুযোগ পান। তবে তিনি সেই নিয়মের পক্ষে নন। 


বৈঠকের পরে জিন্দাল জানান, 'অনেকে এই নিয়ম রাখতে চান, কারণ এতে তরুণ ক্রিকেটাররা খেলার সুযোগ পান। অনেকে এর বিপক্ষে কারণ এর ফলে ভারতীয় ক্রিকেটের জন্য অলরাউন্ডারদের উন্নতিতে সরাসরি প্রভাব পড়বে। আমি দ্বিতীয় দলে। আমার মনে হয় ক্রিকেট ১১ জন বনাম ১১ জনের খেলা যেখানে অলরাউন্ডারদের ভূমিকা বিরাট গুরুত্বপূর্ণ। কিছু কিছু খেলোয়াড় এই নিয়মের জন্য বোলিং বা ব্যাটিং করেন না, যেটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব একটা ভাল খবর নয়।'


রিপোর্ট অনুযায়ী গত বারের দুই ফাইনালিস্ট কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদ যথাক্রমে আট ও সাতজন করে ক্রিকেটার দলে ধরে রাখার পক্ষে সওয়াল করেন। নিলামে আরটিএম কার্ড, নিলামের আগে রিটেনশন বা দুই মিলিয়ে এই পরিমাণ ক্রিকেটারদের ধরে রাখার সওয়াল করেন সাইরাইজার্স কর্ণধার কাব্য মারান। নিলামে অনেক ফ্র্যাঞ্চাইজি সম্পূর্ণভাবে মেগা নিলামের বিপক্ষেই সওয়াল করেন। এই তালিকায় ছিলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। এই নিয়ে তাঁর সঙ্গে পাঞ্জাব কিংসের কর্ণধার নেস ওয়াদিয়ার তীব্র বাদানুবাদও হয় বলে একাধিক রিপোর্টে দাবি করে হয়েছে।


পার্থ জিন্দাল সরাসরি সেই বিষয়ে কিছু মন্তব্য না করলেও, ফ্র্যাঞ্চাইজিদের তরফে যে মেগানিলাম সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি তোলা হয়েছে, সেই বিষয়টা তিনি নিশ্চিত করেন। এছাড়া এই বৈঠকে আইপিএল থেকে বিদেশি খেলোয়াড়দের নাম তুলে নেওয়ার প্রসঙ্গও উঠে আসে। ফ্র্যাঞ্চাইজিরা এই বিষয়ে নালিশ করে কড়া শাস্তি থেকে খেলোয়াড়দের নির্বাসিত পর্যন্ত করার দাবি তোলেন। এবার প্রস্তাবিত সমস্ত বিষয়বস্তু নিয়ে সিদ্ধান্ত জানাবে ভারতীয় বোর্ড। এ মাসের শেষের দিকেই সেই ঘোষণা হওয়ার কথা বলে খবর।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ২০২৫ সালের আইপিএল মেগা নিলামের আগে সোশ্যাল মিডিয়ায় RCB-কে আনফলো, দল ছাড়ছেন ম্যাক্সওয়েল?