মুম্বই : ৫২ ম্যাচ শেষ। আর বাকি ১৮ টি খেলা। আইপিএলের প্লে-অফের (IPL Playoffs) কার্যত শেষ ল্যাপে। যদিও এখনও পরিষ্কার নয়, কোন চার দল শেষ করবে প্রথম চারে। বিজনেস এন্ডের পথে পা বাড়ানো আইপিএলের পয়েন্ট তালিকায় জারি রয়েছে ধুন্ধুমার লড়াই। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বাকি ফ্র্যাঞ্চাইজিদের থেকে অবশ্য বেশ খানিকটা এগিয়ে রয়েছে। ১১ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট হার্দিক পাণ্ড্য-মহম্মদ শামিদের। আপাতত গুজরাতই রয়েছে তালিকার শীর্ষে। তাদের রান রেটও বেশ ভাল। + ০.৯৫১।


এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ১১ ম্যাচের শেষে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দলের ঝুলিতে ১৩ পয়েন্ট। লখনউ সুপার জায়ান্টসদের (Lucknow Super Giants) সঙ্গে তাদের ম্যাচ ভেস্তে গিয়েছিল। এদিকে, সমসংখ্যক ম্যাচের শেষে ১১ পয়েন্ট নিয়ে আইপিএলের তিন নম্বরে রয়েছে লখনউ শিবির। 


প্লে-অফের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা পৌঁছবে সে নিয়ে যে শেষপর্বে জমজমাট লড়াই হবে তার আভাস পাওয়া যায় বর্তমানে পয়েন্ট তালিকা দেখলেই। কারণ, চারটি দল রয়েছে ১০ পয়েন্টে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারলেও রান রেটের বিচারে চার নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ১১ ম্যাচের শেষে ১০ পয়েন্ট সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালদের। রান রেট + ০.৩৮৮। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও পাঞ্জাব কিংস (Punjab Kings) এই তিন দলেরও ১০ পয়েন্ট। তারা প্রত্যেকেই খেলেছে ১০ টি করে ম্যাচ। রান রেটের বিচারে পয়েন্ট তালিকায় যথাক্রমে পাঁচ থেকে সাতে আরসিবি, এমআই ও পিবিকেএস।


আরও পড়ুন- ফের টেক্কা বাকিদের, পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে শামি


এদিকে, শেষ বলে রাজস্থানকে হারিয়ে লিগতালিকা জমিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrishers Hydrabad)। ১০ ম্যাচের শেষে ৮ পয়েন্টে পৌঁছল তারা। প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসেরও ১০ ম্যাচে ৮ পয়েন্ট। রান রেটের তারতম্যের জেরে কেকেআর, হায়দরাবাদ ও দিল্লি ফ্র্যাঞ্চাইজি যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে পয়েন্ট তালিকায়। 






আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?