IPL Qualifier 2 Live: শ্রেয়সের স্বপ্নের ইনিংসে ১১ বছর পর ফাইনালে পঞ্জাব কিংস, ৫ উইকেটে হারল মুম্বই ইন্ডিয়ান্স

Punjab Kings vs Mumbai Indians: পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লড়াইয়ের সামান্য এগিয়ে হার্দিক পাণ্ড্যর দল। পল্টনরা যেখানে ১৭টি ম্যাচ জিতেছে সেখানে পঞ্জাব জিতেছে ১৬টি ম্যাচ।

ABP Ananda Last Updated: 02 Jun 2025 01:45 AM

প্রেক্ষাপট

আমদাবাদ: খেতাবি ফাইনালে মাঠের নামার থেকে মাত্র একধাপ দূরে। আরসিবির বিরুদ্ধে সেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ কোয়ালিফায়ার ২-এ (IPL Qualifier 2) মুখোমুখি হতে...More

MI vs PBKS Live Updates: ফাইনালে পঞ্জাব

অনবদ্য শ্রেয়স, ছক্কা মেরে জেতালেন ম্যাচ। ছয় বল ও পাঁচ উইকেট বাকি থাকতেই কোয়ালিফায়ার ২ জিতে ফাইনালে পঞ্জাব কিংস।