নয়াদিল্লি: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হবে আইপিএলের রিটেনশন (IPL Retention 2025) তালিকা। আসন্ন আইপিএল মরশুমের আগে আয়োজিত হবে মেগা নিলাম। সব ফ্রাঞ্চাইজিগুলিই নিলামের আগে নিজেদের দলের সেরা খেলোয়াড়দের দলে রেখেই, তাঁদের আশেপাশেই আবার নতুন করে দল সাদানোর ছক কষে। গুজরাত টাইটান্স (Gujarat Titans) যাতে তেমনটা করতে পারে সেইজন্য বড় উদ্যোগ নিলেন শুভমন গিল (Shubman Gill)।


গুজরাত দলের অধিনায়ক শুভমন। আইপিএলের সবথেকে তরুণ অধিনায়কদের অন্যতম তিনি। রিপোর্ট অনুযায়ী তরুণ শুভমনের কাছে অন্যান্য দলের প্রস্তাব থাকলেও, তিনি সেই প্রস্তাবে সায় তো দেনইনি, উল্টে দলের স্বার্থে নিজের বেতন কমিয়েছেন। উদ্দেশ্য একটাই, দল যাতে মূল খেলোয়াড়দের রিটেন করতে পারে এবং তারপর যতটা সম্ভব টাকা হাতে নিয়ে নিলামে নামতে পারে। শুভমন নিজের বেতন কমানোয় গুজরাত দলের তারকা ক্রিকেটার রশিদ খানকে রিটেন করতে পারবে। খবর অনুযায়ী অধিনায়ক গিল, সহ-অধিনায়ক রশিদের পাশাপাশি গুজরাত সাঈ সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে রিটেন করতে চলেছে।


গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'শুভমন চান যে দল যতটা সম্ভব টাকা নিয়ে যেন নিলামে নামে এবং সেই উদ্দেশ্যেই তিনি এই পদক্ষেপটি নিয়েছেন। গুজরাত দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। অধিনায়ক নিজের বেতন কমানোয় গুজরাত বাকি ক্রিকেটারদেরও রিটেন করতে পারবে। এত অল্প বয়সেও গিল নেতৃত্ব নিয়ে ভাবনাচিন্তা করেন এবং মেগা নিলাম ও ভবিষ্যতের বিষয়ে সবসময় দলের বাকিদের সঙ্গে আলাপ আলোচনা সারেন।'


গত মরশুমে হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর শুভমন গিলকে দলের নেতৃত্বভার দেয় গুজরাত। হার্দিকের তত্ত্বাবধানে গুজরাত নিজেদের প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন হয় এবং পরের মরশুমে হয় রানার্স আপ। গিলের অধিনায়ক হিসাবে প্রথম মরশুমে গুজরাত তেমন সাফল্য পায়নি। তবে ২৫ বছর বয়সি অধিনায়ককে সামনে রেখেই গুজরাত ফ্র্যাঞ্চাইজি নিজেদের বর্তমান ও ভবিষ্যত সাজাতে আগ্রহী। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে তাঁরা।


প্রসঙ্গত, আজ বিকেল পাঁচটার মধ্যেই সকল ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। এবার শুধু গিলের রিটেনশনে সিলমোহর পড়ার অপেক্ষা।





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।




আরও পড়ুন: আজই প্রকাশিত হবে আইপিএলের রিটেনশন তালিকা, কখন-কোথায় দেখবেন মেগা ইভেন্ট?