কলকাতা: আজ, ৩১ অক্টোবর মাহেন্দ্রক্ষণ। বিকেল পাঁচটার মধ্যে আইপিএলের (IPL 2025) দশ দলকেই জানাতে হবে যে, কোন ক্রিকেটারদের রিটেন করছে তারা। বেশ কয়েকটি দলের বড় কয়েকটি নাম নিয়ে জোর চর্চা চলছে। যেমন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। শোনা যাচ্ছে, শ্রেয়সকে নাকি রিটেন করবে না কলকাতা নাইট রাইডার্স। পন্থকে দিল্লি ক্যাপিটালস রাখবে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা। বলাবলি হচ্ছে, পন্থকে রিটেন করার ব্যাপারে অনীহা তৈরি হয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে।
যদিও প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন, শ্রেয়স ও পন্থ - দুই ক্রিকেটারকেই ধরে রাখা উচিত দুই ফ্র্যাঞ্চাইজি, কেকেআর ও দিল্লির।
২০১৬ সাল থেকে দিল্লির হয়ে আইপিএলে খেলছেন পন্থ। যিনি নিজেও দিল্লির ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে এই রাজ্যের হয়ে খেলেই তাঁর উত্থান। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের রিটেনশন তালিকায় রয়েছেন অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েল। তবে পন্থের নাম নাকি থাকবে না।
আরও পড়ুন: প্রথম বাঙালি হিসাবে আমন্ত্রিত, টেস্ট অভিষেকের বিখ্যাত সেই শহরে বিশেষ অনুষ্ঠান সৌরভের
যা নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন জুনিয়র পাঠান। লিখেছেন, 'আশা করছি দিল্লি পন্থকে রাখবে। প্লেয়ার হোক বা ক্যাপ্টেন - দুই ভূমিকাতেই ওর দক্ষতা, সঙ্গে মার্কেট ভ্যালু বিশাল।'
পাশাপাশি কেকেআর গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়সকে না রাখতে পারে বলে জোর গুঞ্জন। তবে শ্রেয়সকে না রাখা হলে সেটা কেকেআরের বিরাট ক্ষতি বলেই মনে করছেন পাঠান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'গতবার আইপিএল জেতানো শ্রেয়সকে যদি ধরে না রাখা হয়, তাহলে সেটা হবে বিরাট ক্ষতি।'