ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার। রবিবার তাঁরা আবু ধাবিতে পৌঁছে গিয়েছেন। তবে এখনই প্রস্তুতিতে নেমে পড়া হচ্ছে না দুই তারকার। কারণ, করোনা পরিস্থিতিতে তাঁদের ৬ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে। সব কিছু ঠিকঠাক চললে ১৯ তারিখ থেকে রাসেল ও নারাইন অনুশীলনে নেমে পড়তে পারবেন। সেদিনই মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ত্রয়োদশ আইপিএলের ঢাকে কাঠি পড়ছে।
আবু ধাবিতে নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, দুই ক্রিকেটার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন। তারপর চার্টার্ড ফ্লাইটে করে সিপিএলে খেলা আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মরুদেশে পৌঁছে গিয়েছেন। রাসেল ও নারাইনের সঙ্গেই নাইট শিবিরে পৌঁছে গিয়েছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। ম্যাকালাম সিপিএল চ্যাম্পিয়ন শাহরুখ খানের দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের কোচ। সিপিএল শেষ হতেই কেকেআর শিবিরে যোগ দিলেন। পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিস গ্রিনও।
কেকেআর শিবিরের খবর, নাইটদের যদি টুর্নামেন্টের প্রথম বা দ্বিতীয় দিন (১৯ বা ২০ সেপ্টেম্বর) খেলা থাকত, তাহলে কোয়ারেন্টিন পর্ব শেষ করে রাসেল-নারাইনের প্রথম ম্যাচেই মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা থাকত। তবে কেকেআরের প্রথম ম্যাচে ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ততদিনে মাঠে নামার ছাড়পত্র পেয়ে যাবেন দলের দুই সেরা স্তম্ভ। কেকেআর শিবিরের একজন আবু ধাবি থেকে এবিপি আনন্দকে বললেন, ‘বিমানবন্দরে নামার পর রাসেল-নারাইন-ম্যাকালাম, সকলেরই করোনা পরীক্ষা হয়েছে। দলের বাকিদের মতো নিয়মিত ব্যবধানে করোনা টেস্ট হতেই থাকবে ওদের। তবে যেহেতু ওরা জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিল, তাই রিপোর্ট নেগেটিভ হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। প্রথম ম্যাচ থেকে ওদের পাওয়া নিয়ে আমাদের অন্তত কোনও সংশয় নেই।’
কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে রাসেল-নারাইনদের? নাম প্রকাশে অনিচ্ছুক কেকেআর শিবিরের একজন বললেন, ‘৬ দিন। ১৩ তারিখ থেকেই সেই সময়সীমা শুরু হয়ে গিয়েছে। ১৮ তারিখ পর্যন্ত নিভৃতবাসে থাকতে হবে। তার মধ্যে আরও দুবার ওদের করোনা পরীক্ষা হবে। সব কিছু ঠিকঠাক চললে ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরুর দিন ওদের প্র্যাক্টিসে নেমে পড়ার কথা।’ তিনি আরও বললেন, ‘রাসেল, নারাইন, ক্রিস গ্রিন – প্রত্যেকে খেলার মধ্যেই ছিল। তাই ওদের মানিয়ে নিতে সমস্যা হবে না। পাশাপাশি সিপিএল খেলার কিছুটা ক্লান্তিও রয়েছে। কোয়ারেন্টিন পর্ব সেদিক থেকে ওদের কাছে শাপে বর হল। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই তরতাজা রাসেল-নারাইনদের পাব আমরা। কেকেআর পূর্ণ শক্তি নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবে।’
রোহিত শর্মারা শুনছেন কি?