মুম্বই: ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় বাতিল হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ। যা নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারেরা ভারতকে আক্রমণ করে চলেছেন।
এবার সমালোচকদের একহাত নিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। ট্যুইটারে তাঁর কটাক্ষ, ‘আমার দাঁত যদি পড়ে যায়, তাহলেও কি আইপিএলকে দোষ দেব? সহজ লক্ষ্য় হয়ে দাঁড়িয়েছে আইপিএল’।
জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পেছনে আইপিএলের কোনও সম্পর্ক দেখছেন না। কিন্তু, মাইক আথারটনের মতো অনেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দায়ী করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা দুষছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে থেকে বিবৃতি দিচ্ছে।
ওভাল টেস্ট চলাকালীনই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। এরপর ম্যাঞ্চেস্টারে নামার আগে ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হন। এরপরই নাকি মাঠে নামতে চায়নি বিরাট বাহিনী। সিরিজে ২-১ এ পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবির বিষয়টিকে ভালভাবে নেয়নি। তাঁরা ভারতীয় দলকেই কাঠগড়ায় তুলেছে। শেষ টেস্টের আগে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাস্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বিরাটও। এরপরই করোনা আক্রান্ত হন শাস্ত্রী। ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছেন সুনীল গাওস্কর। তিনি বলেন, 'বই প্রকাশ অনুষ্ঠানে ঠিক কী হয়েছিল কেউ জানে? সবাই ওই ইভেন্টের দিকেই আঙুল তুলছে। কিন্তু বই প্রকাশ অনুষ্ঠানের পর যখন ক্রিকেটারদের কোভিড টেস্ট করানো হয়েছিল, তখন সবারই রিপোর্ট নেগেটিভ এসেছিল। ম্যাচের আগের দিনও সবার রিপোর্ট নেগেটিভ ছিল। কারও রিপোর্ট যদি পজিটিভ না আসে, তাহলে সমস্যা কোথায়?'
পঞ্চম টেস্টে করোনা আতঙ্কের জেরে খেলা হয়নি। ইসিবি ও বিসিবির মধ্যে এই নিয়েই দূরত্ব তৈরি হয়। ভারতীয় টিম ম্যানেজম্যান্টের দিকে আঙুল তোলে ইসিবি। প্রাক্তন ইংরেজ পেসার স্টিভ হার্মিসন (Steve Harmison) বললেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নিজেদের পেশি শক্তি দেখিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। তীব্র কটাক্ষ করে হার্মিসন বলেছেন, 'এ যেন সেই আমার ব্যাট, আমার বল, খেলব না, পরে দেখা হবে গোছের ব্যাপার।'
'আসল কারণ না জেনেই ভারতীয় দলকে দোষারোপ করা হচ্ছে', ক্ষুব্ধ গাওস্কর