নয়াদিল্লি: শুরুতেই জেমস ফ্রেজ়ার ম্যাকগার্ক (James Fraser McGurk) ও অভিষেক পোড়েলের (Abhishek Porel) দুরন্ত হাফসেঞ্চুরি ও শেষের দিকে ট্রিস্টান স্টাবসের ঝোড়ো ব্যাটিংয়ে আট উইকেটের বিনিময়ে ২২১ রান তুলল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের হয়ে তিন উইকেট নিলেন আর অশ্বিন (R Ashwin)। প্রথম দল হিসাবে এ বারের আইপিএলের প্লে-অফে নিজের স্থান সুনিশ্চিত করতে রাজস্থানের প্রয়োজন ২২২ রান।
এদিন দুই দলই নিজেদের একাদশে দুই বদল ঘটায়। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ইনিংসের শুরু থেকেই ম্যাকগার্ক ও অভিষেক পোড়েল দুরন্ত ছন্দে ছিলেন। মাত্র ১৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ম্যাকগার্ক। তবে হাফসেঞ্চুরির পরেই ছন্দপতন। অশ্বিনের ফুলটস বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন অজ়ি তরুণ। তাঁর বদলি হিসাবে নামা শাই হোপও বেশিদূর এগোতে পারেননি। মাত্র এক রান করেন তিনি। অক্ষর পটেল ও অভিষেক ইনিংসকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নবম ওভারেই শতরানের গণ্ডিও পার করে ফেলে দিল্লি।
তবে অক্ষরকে সাজঘরে ফেরান সেই অশ্বিন। এই নিয়ে মাত্র আট বলে তৃতীয়বার অশ্বিনের বলে আউট হন তিনি। অপরদিকে অভিষেক পোড়েল ২৭ বলে চলতি আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান পূরণ করেন। তাঁর শিকারও করেন অশ্বিনই। ঋষভ পন্থ আজকের ম্যাচে বড় রান করতে পারেননি। তিনি ১৫ রানে আউট হন। তবে গুলবদিন নাইব ও ট্রিস্টান স্টাবস শেষের দিকে দিল্লির ইনিংসকে বড় শট হাঁকিয়ে দুশো রানের কাছাকাছি নিয়ে যান। নাইব ১৯ রানে আউট হলেও, স্টাবস কিন্তু থামেননি। তিনি আগ্রাসী ব্যাটিং করতেই থাকেন।
শেষ ওভারে ১৮ রান। স্টাবস ৪১ রানে সাজঘরে ফেরেন বটে। তবে দিল্লির কাছে লড়াইয়ের রসদ রয়েছে। যদিও এ মরশুমে দিল্লির মাঠে এখনও পর্যন্ত এ বারের আইপিএলে এটাই প্রথম ইনিংসে সবথেকে কম স্কোর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইপিএলের মাঝপথেই দেশে ফিরলেন কেকেআর তারকা