আমদাবাদ: মাঠে নামার আগে বিগত ১০ দিনে কোনও ম্যাচ না খেলার কতটা প্রভাব পড়বে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয়ে কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH) প্রমাণ করে দিল, কেন তাদের এ মরশুমের সবথেকে ধারাবাহিক দল হিসাবে গণ্য করা হচ্ছে। ৩৮ বল বাকি থাকতে আট উইকেটে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজিকে হারিয়ে প্রথম দল হিসাবে আইপিএল ২০২৪-র ফাইনালে পৌঁছে গেল কেকেআর।


ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ২৪ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন। দাপুটে মেজাজে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শ্রেয়স। ম্যাচ শেষে নাইট অধিনায়ক বলেন, 'দলের পারফরম্যান্সে আমি উচ্ছ্বসিত। আমরা একে অপরের হয়ে লড়াই করেছি। দলের জয়ে খুবই খুশি। এই জয়টা জরুরিও ছিল। এত সফর করার পরে বর্তমানে থাকা, সেই মুহূর্তে বাঁচাটা খুবই জরুরি। আজকে আমাদের জিততে হত এবং আমরা সেটাই করে দেখিয়েছি।'


বেঙ্কটেশ এবং শ্রেয়স আইয়ার ৯৭ রানের পার্টনারশিপে দলের জয় সুনিশ্চিত করলেও, জয়ের ভিতটা রাখেন কেকেআর বোলাররা। শুরুতেই পাওয়ার প্লেতে চার উইকেট নিয়ে সানরাইজার্সের বিখ্যাত টপ অর্ডারকে চুরমার করেন স্টার্করা। ম্যাচ শেষে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কেকেআর অধিনায়ক। 'যেভাবে আমাদের দলের প্রতিটি বোলার এই বড় ম্যাচে পারফর্ম করেছে, উইকেট নিয়েছে, সেটা বাহবা পাওয়ারই যোগ্য। বোলিং আক্রমণে বৈচিত্র থাকাটা দারুণ বিষয়। ওরা সকলেই প্রচুর খাটা খাটনি করেছে এবং আশা করছি আগামী ম্যাচেও এভাবেই পারফর্ম করবে।' বলেন শ্রেয়স।


দুই আইয়ারের পার্টনারশিপ এবং তাঁদের ব্যাটিং সকলকে মুগ্ধ করে। বেঙ্কটেশের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে শ্রেয়স বলেন, 'এটা গুরবাজ়ের প্রথম ম্য়াচ ছিল এবং প্রথম ম্যাচেই ও শুরুটা দারুণভাবে করে দিয়ে যায়। আমাদের সামনে ওই রান রেটটা বজায় রাখার চ্যালেঞ্জ ছিল। আমরা ব্যাটিং করার সময় বেঙ্কটেশ তামিলে কথা বলছিল। ও তামিল ভাষাটা বলতে জানে। আমি বলতে পারি না, তবে বুঝি। ওকে আমি হিন্দিতে জবাব দিচ্ছিলাম।'


প্রথম দল হিসাবে ফাইনালে জায়গা পাকা করা হয়ে গিয়েছে। খেতাব জিতত নিজেদের ছন্দ ধরে রেখে সেরা দিতে মরিয়া কেকেআর অধিনায়ক।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কাজে দিয়েছে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা, আইপিএল কোয়ালিফায়ার ১-এ আগুনে বোলিংয়ের পর দাবি স্টার্কের