সন্দীপ সরকার, কলকাতা: দশ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ২০১৪ সালের পর ২০২৪ – ফের আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। সব মিলিয়ে তৃতীয় খেতাব। চেন্নাইয়ের যে মাঠে ২০১২ সালে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল, সেই পয়া চিপকেই ফের শিরোপা নাইটদের। তাও এমন একটা দিনে, যেদিন দলের ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন (Sunil Narine) ৩৬ পূর্ণ করলেন। তৃতীয় মুকুট আর নারাইনের জন্মদিন – একসঙ্গে জমিয়ে পালন করল নাইট শিবির। কেক কেটে, শ্যাম্পেন উড়িয়ে চলল গ্র্যান্ড সেলিব্রেশন। নারাইনকে কেক মাখিয়ে দিলেন আন্দ্রে রাসেল, অভিষেক নায়াররা। সঙ্গে ট্রফি নিয়ে চলল অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাচ।


এবং উৎসব করতে করতে কখন যে রাত কাবার হয়ে গেল, টেরই পেলেন না কেকেআর ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা। সোমবার চেন্নাইয়ে কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, সারারাত ধরে পার্টি চলেছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত খাওয়াদাওয়া, নাচানাচি চলেছে। মধ্যমণি অবশ্যই শাহরুখ খান। সঙ্গে আন্দ্রে রাসেল। আমদাবাদে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ দেখতে গিয়ে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। তাঁকে আমদাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসুস্থ থাকায় তিনি রবিবার চেন্নাইয়ের ফাইনালে মাঠে আসবেন কি না, তা নিয়েই ছিল সংশয়।


যদিও সব সংশয় দূর করে ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন কিংগ খান। শুরুর দিকে বেশ ছক ভাঙা পথে হেঁটে মাস্ক পরে শান্ত, সংযত হয়েই বসেছিলেন। তবে ম্যাচ যত এগিয়েছে, ততই যেন পুরনো মেজাজে ফিরেছেন শাহরুখ। বেঙ্কটেশ আইয়ার উইনিং স্ট্রোক খেলতেই মাঠে নেমে পড়েন শাহরুখ। স্ত্রী গৌরী, দুই ছেলে আরিয়ান-আব্রাম ও মেয়ে সুহানাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। রাতে টিমহোটেলে ফিরেও জমিয়ে পার্টি করেন বাজিগর।


কেকেআর দলের পক্ষ থেকে মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-সহ সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের সকলকে উপহার দেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আপত্তিতে কলকাতায় এসে ট্রফি নিয়ে সেলিব্রেশনের পরিকল্পনা বাতিল করতে হয় নাইটদের।


কেকেআর শিবির থেকে বলা হল, সোমবার দুপুর থেকে চেন্নাই বিমানবন্দর থেকেই যে যাঁর গন্তব্যে রওনা হয়ে যান। রিঙ্কু সিংহ যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে রয়েছেন। তিনি নিউ ইয়র্ক পাড়ি দিয়েছেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক থেকে শুরু করে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের মতো বিদেশি ক্রিকেটারেরাও বেরিয়ে পড়েছেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার মুম্বইয়ে ফিরে গিয়েছেন। বাকি ক্রিকেটারেরাও যে যাঁর মতো বাড়ির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন। এক রাশ সুখস্মৃতি মনের সোনালি ফ্রেমে বাঁধিয়ে।


আরও পড়ুন: ট্রফি নিয়ে শাহরুখ-গম্ভীর-শ্রেয়সদের কলকাতায় ঘোরার পরিকল্পনা বাতিল, কিন্তু কেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।