নয়াদিল্লি: চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন সুনীল নারাইন (Sunil Narine)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) লিগ তালিকায় শীর্ষে থাকার অন্যতম প্রধান কারণ তিনি। নাইটদের শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (LSG vs KKR) বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলেছিলেন নারিন। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার এবং সাতটি ছক্কায়। তবে এবিপি লাইভ হিন্দির মতে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে নারিন নাকি এই ইনিংস খেলার সময় মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে আইপিএল (IPL 2024) থেকে নির্বাসিতও করা হচ্ছে। সত্যি কি তাই?
এবিপি লাইভ হিন্দির সেই রিপোর্ট অনুযায়ী লখনউ অধিনায়ক কেএল রাহুল এক ভাইরাল ভিডিওতে নারিনের মদ্যপ অবস্থায় ব্যাটিং করার কথা সকলকে জানান। বিসিসিআই নাকি গোটা বিষয়টা তদন্ত করে দেখার পর নারিনকে দোষী সাব্যস্ত করেছে বলে খবর। তবে এই জল্পনা যে সম্পূর্ণ ভুয়ো সেটা ওই প্রতিবেদনই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। না কেএল রাহুলের তরফে এমন কোনও দাবি করা হয়েছে, না বিসিসিআই এই প্রসঙ্গে কোনও বিবৃতি দিয়েছে। এমন ঘটনা যে কোনদিন ঘটেনি, তেমনটা নয়। তবে সুনীল নারিনের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করা হয়েছে।
চলতি মরশুমের সেরা খেলোয়াড় অর্থাৎ এমিভিপি পয়েন্টের তালিকায় নারিন আপাতত সবার আগে। তিনি সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ এবং সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে পার্পল ক্যাপ, উভয়ই জেতার দৌড়ে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ় তারকা চলতি মরশুমে নাইটদের হয়ে ১১ ম্য়াচে বল হাতে ২০.৭৮ গড় এবং ৬.৬১-র ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়ে ফেলেছেন। পার্পল ক্যাপ তালিকায় আপাতত তিনি সপ্তম স্থানে রয়েছেন। অপরদিকে, ব্যাট হাতে ৪১.৯১-র গড় এবং ১৮৩.৬৬-র স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহে ৪৬১ রান রয়েছে। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন।
শনিবার, ১১ মে নিজেদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে কেকেআর। সেই ম্যাচেও নারিনের থেকে বিশেষ এক পারফরম্যান্সের আশায় থাকবে নাইট ম্যানেজমেন্ট। তিনি ফের একবার ক্রিকেটের নন্দন কাননে জ্বলে উঠেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কর্ণধারের তীব্র ভর্ৎসনা, আইপিএল মরশুম শেষের আগেই LSG-র নেতৃত্ব ছাড়বেন কেএল রাহুল?