KKR vs DC LIVE Score: ২১ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল কেকেআর, লাইভ আপডেট

IPL 2024 KKR vs DC LIVE Score: চলতি আইপিএলে দুবারের সাক্ষাতে দুবারই দিল্লি ক্যাপিটালকে হারাল কেকেআর।

ABP Ananda Last Updated: 29 Apr 2024 10:59 PM
IPL Live: ৭ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারাল কেকেআর

২১ বল বাকি থাকতে ৭ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারাল কেকেআর। ৩১ রানে অপরাজিত শ্রেয়স। ২৬ রানে অপরাজিত বেঙ্কটেশ। 

KKR vs DC Live: ম্যাচ জিততে আর ৮ ওভারে ৩৩ রান চাই নাইটদের

১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২১/৩। ক্রিজে শ্রেয়স ও বেঙ্কটেশ। ম্যাচ জিততে আর ৮ ওভারে ৩৩ রান চাই নাইটদের।

KKR vs DC Live Score: আউট সল্ট

নাইটদের দ্বিতীয় উইকেটের পতন। ৩৩ বলে ৬৮ রান করে ফিরলেন ফিল সল্ট। কেকেআরের স্কোর ৯৬/২।

IPL Live Score: আউট নারাইন

পাওয়ার প্লে শেষ হতেই কেকেআরের প্রথম উইকেটের পতন। সুনীল নারাইন ১৫ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়ন।

KKR vs DC Live Score: ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৭৯/০

৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৭৯ রান তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। 

IPL Live Score: ৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪০/০

১৫ বলে ৩১ রান ফিল সল্টের। ৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪০/০।

KKR vs DC Live Score: ২ ওভারে কেকেআরের স্কোর ২৭/০

লিজ়াড উইলিয়ামসের প্রথম ওভারে উঠল ২৩ রান। খলিল আমেদের বলে ফিল সল্টের (তখন ১৫ রান) ক্যাচ ফেললেন লিজ়াড। ২ ওভারে কেকেআরের স্কোর ২৭/০।

IPL Live Score: ২০ ওভারে দিল্লি তুলল ১৫৩/৯

৩৫ রানে অপরাজিত কুলদীপ যাদব। ২০ ওভারে দিল্লি তুলল ১৫৩/৯।

KKR vs DC Live: ১৮ ওভারের শেষে দিল্লির স্কোর ১৩৯/৮

অক্ষর পটেল ১৫ রানে ও কুমার কুশাগ্র ১ রানে ফিরলেন। ১৮ ওভারের শেষে দিল্লির স্কোর ১৩৯/৮।

IPL Live: ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ১০১/৬

২০ বলে ২৭ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ট্রিস্টান স্টাবস ফিরলেন ৪ রানে। ঘাতক বরুণ চক্রবর্তী। ১২.২ ওভারে ১০০ পূর্ণ করল দিল্লি। ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ১০১/৬।

KKR vs DC Live Score: ৯ ওভারের শেষে দিল্লির স্কোর ৮০/৪

১৮ রান করে বোল্ড অভিষেক পোড়েল। বরুণ চক্রবর্তীর বলে ১৮ রানের মাথায় শর্ট থার্ড ম্যানে পন্থের ক্যাচ ফেললেন হর্ষিত। ৯ ওভারের শেষে দিল্লির স্কোর ৮০/৪।

IPL Live Score: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে দিল্লির স্কোর ৬৭/৩

৩ বলে ৬ রান করে ফিরলেন শাই হোপ। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে দিল্লির স্কোর ৬৭/৩।

KKR vs DC Live: ৩ ওভারের শেষে দিল্লির স্কোর ৩০/২

বৈভব অরোরার বলে কট বিহাইন্ড পৃথ্বী শ (৭ বলে ১৩ রান)। জেক ফ্র্যাজার ম্যাকগার্ককে ফেরালেন মিচেল স্টার্ক। ৩ ওভারের শেষে দিল্লির স্কোর ৩০/২।

IPL Live: স্টার্কের প্রথম ওভারে ১৫ রান উঠল

স্টার্কের প্রথম ওভারে ১৫ রান উঠল। দিল্লির স্কোর ১৫/০।

KKR vs DC Live: কেকেআরের একাদশে ফিরলেন স্টার্ক

সব জল্পনার অবসান ঘটল টসের সময়ই। টস জিতে ইডেনে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। আর কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়ে দিলেন, স্টার্ক খেলছেন। দলের প্রথম একাদশে রাখা হয়েছে বাঁহাতি পেসারকে।

IPL Live: প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি

কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। 

IPL Live: স্টার্ককে বাইরে রেখেই সম্ভবত নামছে কেকেআর

মিচেল স্টার্ককে বাইরে রেখেই সম্ভবত নামছে কেকেআর। বৈভব অরোরা ও হর্ষিত রানার সঙ্গে বোলিং রান আপ মার্ক করছেন রামনদীপ সিংহ। 

KKR vs DC Live: প্রতিশোধ নেওয়ার সুযোগ ঋষভ পন্থদের সামনে

প্রথম সাক্ষাতে দিল্লিকে ১০৬ রানে হারিয়েছিল কেকেআর। সোমবার প্রতিশোধ নেওয়ার সুযোগ ঋষভ পন্থদের সামনে।

প্রেক্ষাপট

কলকাতা: মিচেল স্টার্ক (Mitchell Starc) কি ফিট? পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আগের ম্যাচে খেলতে পারেননি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। তাঁর আঙুলে চোট ছিল বলে কেকেআর শিবির থেকে জানানো হয়েছিল। অস্ট্রেলীয় পেসার ফিট কি না, তা নিয়ে নাইট শিবির থেকে ধোঁয়াশা রাখা হয়েছে।


নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, 'ওর চোট ছিল। সেটা কতটা সেরেছে, প্র্যাক্টিসে দেখে বুঝব। তারপর সিদ্ধান্ত নেব।' ধোঁয়াশা বজায় রেখেছেন পণ্ডিত মশাই।


সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। সেই ম্যাচে কি খেলবেন স্টার্ক? রবিবার চার পা দৌড়ে প্র্যাক্টিসে বল করেছেন বাঁহাতি পেসার। তাঁর বলের গতিতে খুব একটা ফারাক পড়েনি।


স্টার্কের পরিবর্ত হিসাবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। কেকেআর জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। যদিও অভিষেক ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন শ্রীলঙ্কার পেসার। কারণ, পাঞ্জাব কিংসেব বিরুদ্ধে পুরো চার ওভার বল করানো যায়নি চামিরাকে। ৩ ওভারে ৪৮ রান খরচ করেন শ্রীলঙ্কার ক্রিকেটার। স্টার্ক প্রচুর রান খরচ করছেন বলে হইচই ফেলেছিলেন যাঁরা, তাঁরা চামিরার পারফরম্যান্স দেখেও অখুশি। ফিট থাকলে স্টার্ক সোমবার দলে ফিরতে পারেন। তিনি চার ওভার বল করে দিতে পারবেন বলেই মনে হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেও শুধু কেকেআরের বোলিংয়ের সময় নামানো হতে পারে স্টার্ককে। একান্তই তিনি না পারলে খেলানো হবে চামিরাকে।


কেমন হতে পারে দিল্লির একাদশ? কে হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার? পৃথ্বী শকে দিয়ে ওপেন করানো হবে, নাকি অভিষেক পোড়েল ইনিংসের সূচনা করবেন? দেখে নেওয়া যাক কেকেআর ও দিল্লির সম্ভাব্য দল।


দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল: পৃথ্বী শ/অভিষেক পোড়েল, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, শাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, কুমার কুশাগ্র, অক্ষর পটেল, কুলদীপ যাদব, লিজ়াড উইলিয়ামস, মুকেশ কুমার, খলিল আমেদ ও রসিক সালাম।


কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল: ফিল সল্ট, সুনীল নারাইন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, দুষ্মন্ত চামিরা/মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও অনুকূল রায়/সূয়শ শর্মা।


আরও পড়ুন: রিঙ্কু সিংহ কট শাহরুখ বোল্ড আব্রাম! দেড় ঘণ্টা অন্য ক্রিকেট দেখল ইডেন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.