আবু ধাবি: দুই ওপেনার শুবমান গিল-রাহুল ত্রিপাঠি ও দীনেশ কার্তিক, পরপর তিন উইকেট হারিয়ে এক সময় ৭.২ ওভারে ৪২/৩ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে ঘুরে দাঁড়াল শাহরুখ খানের দল। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৪ রান তুলল কেকেআর। আর ব্যাট হাতে পাল্টা লড়াই করলেন নীতিশ রানা ও সুনীল নারাইন।


একসময় নিয়মিত ওপেন করে ঝোড়ো ব্যাটিং করতেন ক্যারিবিয়ান স্পিনার নারাইন। এই মরসুমেও শুরুর দিকের ম্যাচগুলিতে তিনিই ওপেন করছিলেন। তবে রান পাচ্ছিলেন না। তাই তাঁকে ওপেনিংয়ের দায়িত্ব থেকে সরানো হয়। শনিবার নারাইনকে পাঁচে নামিয়ে ফাটকা খেলেছিলেন অইন মর্গ্যান। মাত্র ৩২ বলে ৬৪ রান করে সেই কৌশলকে কার্যকরী করে তুললেন নারাইন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। রানা ৫৩ বলে ৮১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা।

দিল্লির বোলারদের মধ্যে কাগিসো রাবাডা, মার্কাস স্টোইনিস ও এনরিকে নর্ৎজে ২টি করে উইকেট নিয়েছেন।