আমদাবাদ: চলতি আইপিএলে পরপর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর কেকেআরের অধিনায়ক অইন মর্গ্যান ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছিলেন। এই পরিস্থিতিতে সোমবার আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি কেকেআর। যে ম্যাচ আইপিএলের ইতিহাসে বরাবরই চিহ্নিত হয়ে এসেছে বীর-জারার দ্বৈরথ হিসাবে। দুই দলের দুই মালিক যে সুপারহিট বীর-জারা সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন। শাহরুখ খান ও প্রীতি জিন্টা। মাঠের বাইরে তাঁরা ভীষণ ঘনিষ্ঠ বন্ধু। আর মাঠে কি না তাঁদেরই দলের সম্মুখসমর! কারা জিতবে, বীরের কেকেআর? নাকি জারার পঞ্জাব?


ওপেনিং নিয়ে সমস্যায় কেকেআর। শুভমন গিল ছন্দে নেই। পাওয়ার প্লে-তে নাইটদের মন্থর ব্যাটিং নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আগের ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে পাওয়ার প্লে-র ৬ ওভারে আটকে গিয়েছিল কেকেআরের রান ওঠার গতি। সোমবার হয়তো শুভমন-নীতিশ রানার ওপেনিং জুটির ওপরই ভরসা রাখবে দল। তবে হাতে সুনীল নারাইনের বিকল্প রয়েছে। প্রয়োজনে নারাইনকে ওপরের দিকে ব্যাট করতে পাঠানো হতে পারে। এমনকী, ওপেনিংও করানো হতে পারে। যাতে শুরুর দিকে বড় শট খেলে মিডল অর্ডারকে চাপমুক্ত করে দেন ক্যারিবিয়ান ক্রিকেটার।


অন্যদিকে পঞ্জাবের আবার সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনাররাই। অধিনায়ক কে এল রাহুল ছন্দে। রানের মধ্যে রয়েছেন ময়ঙ্ক অগ্রবাল ও ক্রিস গেলও। তাই সোমবার নাইট বোলারদের জন্য কঠিন পরীক্ষা।


সম্ভাব্য দল


কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, সুনীল নারাইন, অইন মর্গ্য়ান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।


পঞ্জাব কিংস: কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়ঙ্ক অগ্রবাল, ক্রিস গেল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, মোয়েস অনরিকস, ঝাই রিচার্ডসন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও অর্শদীপ সিংহ।