মুম্বই: ফের পাওয়ার প্লে-র সুযোগ কাজে লাগাতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। যে কারণে ফের চাপ বাড়ল মিডল অর্ডারের ওপর। ভুগতে হল কেকেআরকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শাহরুখ খানের নাইটরা আটকে গেল মাত্র ১৩৩/৯ স্কোরে।


কেকেআরের কম রানের পর ফের কাঠগড়ায় পাওয়ার প্লে-তে নিষ্প্রভ ব্যাটিং। যা প্রায় প্রত্যেক ম্যাচে কেকেআরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৬ ওভার পাওয়ার প্লে এবং সেই সময় ফিল্ডিংয়ের বিধিনিষেধকে কাজে লাগিয়ে ব্যাটিং দল আক্রমণাত্মক শট খেলে শুরুতেই যতটা সম্ভব রান তুলে নেয়। সেখানে শনিবার প্রথম ৬ ওভারে কেকেআর তুলল এক উইকেট হারিয়ে মাত্র ২৫ রান। অর্থাৎ ওভার প্রতি চার রান উঠল। যা টি-টোয়েন্টি ক্রিকেটে এখনকার দিনে অচল। সেই যে চাপ তৈরি হল ব্য়াটিংয়ের ওপর, তা আর কাটিয়ে উঠতে পারল না নাইটরা।


পাশাপাশি বল হাতে দাপট দেখালেন ক্রিস মরিস। ডেথ ওভারে চার উইকেট তুলে নিলেন রাজস্থানের তারকা অলরাউন্ডার। সাড়ে ১৬ কোটি টাকা দিয়ে যাঁকে নিলাম থেকে কিনেছিল রাজস্থান। তাঁর দাম নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। রাজস্থান টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিতেছে আর সেই ম্যাচে ব্যাট হাতে জিতিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডারই। শনিবার বল হাতে তিনি ফের দেখিয়ে দিলেন, কেন তাঁকে নিয়ে এত আগ্রহী ছিল রাজস্থান। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিলেন মরিস।


কেকেআর ব্যাটসম্য়ানদের মধ্যে ব্যাট হাতে লড়াই করলেন রাহুল ত্রিপাঠি। ২৬ বেল ৩৬ রান করলেন তিনি। ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন রাহুল। পরের দিকে দীনেশ কার্তিক ২৪ বলে ৪টি চার মেরে ২৫ রান করলেন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই বলার মতো রান পাননি। আগের ম্যাচে দুরন্ত ব্যাটিং করা আন্দ্রে রাসেল ৯ ও প্যাট কামিন্স ১০ রানে আউট হন। দুজনকেই ফেরান মরিস।