KKR vs RR Score LIVE: রাজস্থানকে হারিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের
IPL 2021 KKR vs RR Cricket Score LIVE: শারজায় আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। প্লে অফে উঠতে হলে এই ম্যাচে জিততেই হবে অইন মর্গ্যান বাহিনীকে।
কফিনে শেষ পেরেক পুঁতলেন শিভম মাভি। রাজস্থান বধ করে প্লে অফ প্রায় নিশ্চিত নাইটদের।
রাজস্থানের নবম উইকেটের পতন। রান আউট সাকারিয়া।
জয়ের দোরগোড়ায় কেকেআর। প্লে অফে উঠতে চাই মাত্র ২ উইকেট।
ফার্গুসনের তৃতীয় শিকার। ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন জয়দেব উনাদকাট।
বরুণ চক্রবর্তীর প্রথম শিকার ম্যাচে। ক্রিস মরিসকে লেগবিফোর করলেন তিনি।
শিভম মাভির গতির সামনে নতি স্বীকার। বোল্ড শিভম দুবে।
মাভির বলে বোল্ড ফিলিপস। রয়্যালসদের অর্ধেক শিবির প্যাভিলিয়নে।
লকি ফার্গুসনের দ্বিতীয় উইকেট। শূন্য রানেরই ফিরলেন অনুজ রাওয়াত।
পরপর উইকেটের পতন। এবার ফার্গুসনের বলে আউট হয়ে ফিরলেন লিভিংস্টোন।
মাত্র ৪ বল খেলে ১ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন সঞ্জু স্যামসন।
ব্যাটিং করতে নেমেই প্রথম উইকেট হারাল রাজস্থান রয়্যালস। শাকিব আল হাসানের বলে ফিরলেন জশস্বী জয়সবাল
নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।
নাইটদের চতুর্থ উইকেটের পতন। সাকারিয়ার বলে আউট ত্রিপাঠী।
আরও একটি উইকেটের পতন কলকাতার। ক্রিস মরিসের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন গিল।
দুরন্ত অর্ধশতরান শুভমন গিলের। বাউন্ডারি হাঁকিয়ে পূরণ করলেন অর্ধশতরান।
১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১১৯। ক্রিজে রয়েছেন শুভমন গিল ও রাহুল ত্রিপাঠী।
বড় রান পেলেন না নীতিশ রানা। ৫ বলে ১২ রান করে আউট হলেন তিনি।
কলকাতার প্রথম উইকেটের পতন। ৩৮ রান করে ফিরলেন আইয়ার।
প্রথম ১০ ওভার শেষে বিনা উইকেটে বোর্ডে ৬৯ রান তুলে নিল কলকাতা নাইট রাইাডার্স।
পাওয়ার প্লে শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর বিনা উইকেটে ৩৪।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু গিলের। কিছুটা রক্ষণাত্মক আইয়ার।
ব্যাট হাতে ক্রিজে নামলেন ভেঙ্কটেশ আইয়ার ও শুভমন গিল। প্রথম ওভার করছেন জয়দেব উনাদকাট।
কলকাতা শিবিরে একটি বদল। টিম সাউদির জায়গায় দলে ফিরলেন লকি ফার্গুসন।
শারজায় টস হারলেন অইন মর্গ্যান। প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের।
প্রেক্ষাপট
শারজা: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃহস্পতিবার অগ্নিপরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের। যে ম্যাচ জিতলে সরাসরি প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলবে কেকেআর। হারলেও সুযোগ থাকবে। নেট রান রেট ভাল থাকায় ১২ পয়েন্ট নিয়েও প্লে অফে পৌঁছে যেতে পারে শাহরুখ খানের দল। তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে নাইটদের। সব মিলিয়ে কেকেআরের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে বৃহস্পতিবারই।
রাজস্থানের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কি আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসনকে পাবে কেকেআর? বুধবারই তার ইঙ্গিত পাওয়া গেল। চোটের জন্য দুই তারকাই খেলতে পারছিলেন না। তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচের আগে স্বস্তি পেতে পারেন নাইট ভক্তরা। কারণ, দুই তারকাই চুটিয়ে প্র্যাক্টিস করেছেন। বুধবার রাসেল ও লকির প্র্যাক্টিসের ছবি পোস্ট করে কেকেআর। সঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে লেখা, 'রাসেল কোথায়? লকি কোথায়? ওরা ট্রেনিংয়ের মাঠে, সর্বস্ব উজাড় করে দিচ্ছে'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -