আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলে আজ, রবিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম সাক্ষাতে যাদের হারিয়েছিল শাহরুখ খানের দল। আজ কেমন হতে পারে দু'দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।
রবিবার ম্যাচের কয়েক ঘণ্টা আগে সুনীল নারাইনের বোলিং অ্যাকশনকে ত্রুটিমুক্ত ঘোষণা করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। ফলে ক্যারিবিয়ান স্পিনার ফিরতে পারেন প্রথম একাদশে। নাইটদের হয়ে ওপেনিংয়ে সম্ভবত শুবমান ও রাহুল ত্রিপাঠি। এরপর নীতিশ রানা, কার্তিক, মর্গ্যান, রাসেল, কামিন্স নিশ্চিত। নারাইনের সঙ্গে খেলতে পারেন বরুণ চক্রবর্তী, কমলেশ নাগরকোটি ও শিবম মাভি।
হায়দরাবাদ দলে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। খেলতে পারেন তিন পেসার, সন্দীপ শর্মা, খলিল আমেদ ও টি নটরাজন। দুই স্পিনার হয়তো রশিদ খান ও শাহবাজ নাদিম। অলরাউন্ডার বিজয় শঙ্কর।
কলকাতা নাইট রাইডার্স
শুবমান গিল
রাহুল ত্রিপাঠি
নীতিশ রানা
দীনেশ কার্তিক
অইন মর্গ্যান (অধিনায়ক)
আন্দ্রে রাসেল
প্যাট কামিন্স
সুনীল নারাইন
কমলেশ লাগরকোটি
বরুণ চক্রবর্তী
শিবম মাভি
সানরাইজার্স হায়দরাবাদ
জনি বেয়ারস্টো
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
মণীশ পাণ্ডে
কেন উইলিয়ামসন
প্রিয়ম গর্গ
বিজয় শঙ্কর
রশিদ খান
শাহবাজ নাদিম
সন্দীপ শর্মা
খলিল আমেদ
টি নটরাজন
KKR vs SRH, Dream11 Prediction: অ্যাকশন ত্রুটিমুক্ত, খেলতে পারেন নারাইন, ওয়ার্নারের ভরসা কে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2020 02:30 PM (IST)
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2020: রবিবার ম্যাচের কয়েক ঘণ্টা আগে সুনীল নারাইনের বোলিং অ্যাকশনকে ত্রুটিমুক্ত ঘোষণা করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
সুনীল নারিন
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -