তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি করলেন শিখর ধবন। আর তাঁর দাপুটে ব্যাটিংয়ে ভর করে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট-সহ টেবিলের শীর্ষে থেকে গেলেন শ্রেয়স আইয়াররা। তাঁদের সামনে প্লে অফের দরজা কার্যত হাট করে খোলা। বাকি ৫ ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত আইয়ারদের।
শনিবার প্রথমে ব্যাট করে সিএসকে তুলেছিল ১৭৯/৪। ৪৭ বলে ৫৮ করেন ফাফ ডুপ্লেসি। ২৫ বলে অপরাজিত ৪৫ রান অম্বাচি রায়ডুর। মাত্র ১৩ বলে ৩৩ রান করে অপারাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা। দিল্লির হয়ে দুই উইকেট এনরিকে নর্ৎজের।
জবাবে ব্যাট করতে নেমে ধবন ছাড়া দিল্লির কেউ বড় রান পাননি। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল তাদের। জাডেজাকে তিনটি ছক্কা মেরে কাজ হাসিল করেন অক্ষর পটেল। ৫ বলে ২১ রান করে অপারিজত ছিলেন তিনি। ধবন ৫৮ বলে করেন অপরাজিত ১০১ রান। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কা।
কেন জাডেজাকে শেষ ওভার বল করতে দিলেন? কেন ডেথ ওভারে দলের সেরা বোলার ডোয়েন ব্র্যাভোকে আনলেন না? ম্যাচের পর প্রশ্ন শুনে ধোনি বললেন, ‘ব্র্যাভো ফিট ছিল না। ও মাঠের বাইরে গিয়ে আর নামতে পারেনি। তাই জাডেজাকে আক্রমণে আনা।’ যদিও সেই কৌশল কাজে লাগল না ক্যাপ্টেন কুলের।